Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ১৭ জুলাই ২০২১
আপডেট: ১৬:০৩, ১৭ জুলাই ২০২১

পুত্রসন্তানের ছবি প্রকাশ করলেন সাকিব-শিশির

সাকিব-শিশির ও তাদের ছেলে আইজাহ

সাকিব-শিশির ও তাদের ছেলে আইজাহ

চলতি বছরের মার্চে তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র সন্তান আইজাহ আল হাসানের ছবি প্রকাশ্যে আনলেন তারা।

শনিবার দুপুরে সাকিব এবং শিশির তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে তারা এই ছবিটি পোস্ট করেন।

ছবি পোস্ট করে সাকিব লেখেন, ;আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন’।

অন্য দিকে ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘আমাদের শিশুপুত্র আইজাহকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ, আপনারা ওর জন্য প্রার্থনা করবেন। মাশআল্লাহ.. আলহামদুলিল্লাহ’।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি। আর চলতি বছরের ১৬ মার্চ সাকিব দম্পতির কোলজুড়ে আসে ছেলে ঈজাহ আল হাসান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়