Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১৪:৩৭, ১৮ জুলাই ২০২১

শুরুতেই জিম্বাবুয়ে শিবিরে টাইগারদের আঘাত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বল হাতে শুরুতেই সাফল্য পেলেও পরপর দুই বলে দুটি ক্যাচ মিস করেছে টাইগাররা। তবে পরের ওভারেই একজনকে সাজঘরে ফিরিয়েছেন মিরাজ। 

প্রথম ওয়ানডে যেখানে শেষ করেছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচটি যেন ঠিক সেখান থেকেই শুরু করল তারা। শুক্রবার জিম্বাবুয়েকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয়ার পর, আজ প্রথম ওভারেই আঘাত হেনেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। দুই ওপেনারকে হারিয়ে এখন ইনিংস গড়ার মিশনে নেমেছেন স্বাগতিকদের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রেগিস চাকাভা ও ব্রেন্ডন টেলর।

নিজের প্রথম ডেলিভারি ওয়াইড দিলেও দ্রুতই নিজের চেনা লাইন-লেন্থে ফিরে আসেন তাসকিন আহমেদ। ফলও পেয়ে যান দ্রুত। নিজের প্রথম ওভারের শেষ বলে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে কামুনহুকামওয়েকে সাজঘরে ফেরান তিনি। অভিষিক্ত এই ব্যাটসম্যান করেন ১ রান।

এরপর ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রেগিস চাকাভাকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণে যান মারুমানি। তাসকিনের করা ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে জীবন পান মারুমানি। রিয়াদের সুযোগটি কঠিন থাকলেও বেশ সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন সাইফউদ্দিন। 

অবশ্য জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি মারুমানি। পরের ওভারে এসেই মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে যান তিনি। এর আগে ১৮ বল খেলে করেন ১৩ রান। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়