Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৭, ২১ জুলাই ২০২১
আপডেট: ২৩:৫৭, ২১ জুলাই ২০২১

২০৩২ সালে অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে

২০৩২ সালের অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ার শহর ব্রিসবেনে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০০০ সালে সিডনিতে অলিম্পিকের আসর বসেছিল।

জাপানের রাজধানী টোকিওতে এক ভোটগ্রহণ শেষে বুধবার আইওসি সভাপতি থমাস বাখ বলেন, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানাচ্ছে, ৩৫তম অলিম্পিক হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।’

আভ্যন্তরিনভাবে আয়োজক নির্ধারণে ভোটাভুটি হয়। সেখানেই ৭২-৫ ভোটের ব্যবধানে বেছে নেওয়া হলো ব্রিসবেনকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলে দিয়েছেন, ‘‌আমরা জানি কিভাবে সফল অলিম্পিক আয়োজন করতে হয়।’

ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আতশবাজি পোড়ানো হয় ব্রিসবেন শহরে। বেশ কয়েকমাস আগেই ধারণা করা হয়েছিল ২০৩২ সালের অলিম্পিকের আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে ব্রিসবেন।

এই করোনা মহামারির মধ্যেও তাই অস্ট্রেলিয়ার একাধিক প্রতিনিধি পৌঁছে যান টোকিওয়। ২০৩২ সালের অলিম্পিক আয়োজনে আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চিন, জার্মানি। শেষপর্যন্ত বাজিমাত করল ব্রিসবেন।

উল্লেখ্যে, ২০২৪ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে প্যারিসে। ২০২৮ সালে অলিম্পিক গেমস আয়োজন করবে লস অ্যাঞ্জেলেস। এরপরেই ব্রিসবেনে অনুষ্ঠিত হবে সামার গেমস। সুতরাং, প্রস্তুতির জন্য এগারো বছর সময় হাতে পাচ্ছে ব্রিসবেন। অলিম্পিকের পাশাপাশি ২০৩১ সালের প্যারালম্পিক গেমসও অনুষ্ঠিত হবে ব্রিসবেনে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়