Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:২৮, ২২ জুলাই ২০২১

জয়ের ধারা অব্যাহত রাখতে বিকেলে টি-২০ মিশনে নামছে টাইগাররা

জিম্বাবুয়ে সফরে জয়ের ধারা অব্যাহত রাখতে বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। গাজি টিভি ও টি স্পোর্টস সরাসরি তা সম্প্রচার করবে।

সিরিজের প্রথম ম্যাচটি হবে সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের শততম ম্যাচ, যা জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

কাকতালীয়ভাবে টি-২০ ফরম্যাটে বাংলাদেশে তাদের প্রথম ম্যাচটি খেলেছিল এইি জিম্বাবুয়ের বিপক্ষে। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের নেতৃত্বে ম্যাচটি ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।  ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

আজকের ম্যাচে মাঠে নেমেই সাকিব আল হাসান হবেন এই ফরম্যাটে প্রথম ও শততম ম্যাচ খেলা বাংলাদেশি প্রথম খেলোয়াড়।

জিম্বাবুয়ে দলের দুই খেলোয়াড় ব্রেন্ডন টেইলর ও সিন উইলিয়ামসও বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচের অংশ ছিলেন।

এ বছর বাংলাদেশ দল এ ফরম্যাটে এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। তিনটিই  নিউজিল্যান্ড সফরে এবং তিনটিতেই পরাজিত হয়েছে টাইগাররা। শততম ম্যাচটি সংক্ষিপ্ত ভার্সনে এ বছর পরাজয়ের বৃত্ত থেকে এসে জয়ের ধারায় ফেরার একটি সুযোগ হতে পারে টাইগারদের জন্য।

সফরে এরমধ্যেই একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে নিজেদের একক প্রাধান্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ।

এই নিয়ে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ছয় বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ। সর্বশেষ  দুই সফরে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা

তবে সাম্প্রতিক রেকর্ড অনুসারে টি-২০ সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে বদ্ধ পরিকর বাংলাদেশ দল। এই তিন ম্যাচে জয়ী হতে পারলে জিম্বাবুয়ে সফরে প্রথমবার শতভাগ জয় নিয়ে দেশে ফিরবে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ত ভার্সনে এগিয়ে থাকলেও টি-২০তে বাংলাদেশ দলের রেকর্ড খুব একটা ভাল নয়।

টি-২০ ক্রিকেটে এ পর্যন্ত জিম্বাবুয়ে-বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৩ বার। যার মধ্যে বাংলাদেশের ৯ জয়, পরাজয় ৪টি। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করেছিল জিম্বাবুয়ে।

টি-২০ ক্রিকেটে বাংলাদেশ এ পর্যন্ত ম্যাচ খেলেছে ৯৯টি। যার মধ্যে জয় মাত্র ৩২ এবং পরাজয় ৬৫টিতে।  বাকি দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ টি-২০ স্কোয়াড:  

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল আসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর  রহমান, তাসকিন আহমেদ, শরিফুল  ইসলাম।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়