Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:০৪, ২২ জুলাই ২০২১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে টসে হেরেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ টস হেরে আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশ দলকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে হারারেতে শুরু হবে ম্যাচটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত খেলা ৯৯ ম্যাচে টস হেরে ২৫টি ম্যাচে আগে ফিল্ডিং করতে হয়েছে বাংলাদেশকে। সেই ২৫ ম্যাচে জয় মিলেছে মাত্র ৫টিতে।

১০০তম টি-টোয়েন্টিতে হাঁটুর চোটের কারণে নেই তামিম ইকবাল। চোট থেকে সারতে ৮ সপ্তাহের বিশ্রাম দেওয়া টাইগারদের ওয়ানডে অধিনায়ককে। অন্যদিকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়ে দলে নেই ব্রেন্ডন টেলর। এ ছাড়া একাদশে নেই শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়