Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ২৩ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫১, ২৩ জুলাই ২০২১

সিরিজ জয়ের মিশনে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। 

প্রথম টি-২০ জিতে এরই মধ্যে এগিয়ে টাইগাররা। ফলে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

সিরিজের প্রথম টি-২০ বেশ বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য ৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগাররা। এ ম্যাচে ব্যাটে বলে অনবদ্য ছিলেন রিয়াদের দলের সবাই।

বল হাতে মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, শরিফুলরা ছিলেন সেরা ছন্দে। অন্যদিকে ব্যাট হাতে নাইম শেখ ও সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত। দুজনেই তুলে নেন ফিফটি।

সেই ধারা বজায় রেখে এ ম্যাচেও ফেবারিট বাংলাদেশই। টাইগারদের হারাতে হলে সিকান্দার রাজার দলকে নিজেদের সেরাটা দেওয়া ছাড়া উপায় নেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়