স্পোর্টস ডেস্ক
আপডেট: ২৩:৩৬, ২৪ জুলাই ২০২১
টোকিও অলিম্পিক
রোববার লড়াইয়ে নামছেন বাকী
আব্দুল্লাহ হেল বাকী
টোকিও অলিম্পিকে নিজ ইভেন্টে রোববার খেলতে নামবেন দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী। আসাকা শুটিং রেঞ্জে বাকী খেলবেন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে বাকীর খেলা।
কমনওয়েলথ গেমসে দুবার রুপাজয়ী বাকীকে ঘিরে স্বপ্নের পারদ বেশ ওপরে। ২০১৪ গ্লাসগো এবং ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপা জয় করেন তিনি। এ ছাড়া ২০১৭ ইসলামিক সলিডারিটি গেমসের মিক্সড ইভেন্টে সোনা রয়েছে তার।
বাকীর প্রথম লক্ষ্য হবে বাছাই পেরিয়ে ফাইনালে ওঠা। রোববার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হবে এই ইভেন্টের ফাইনাল।
এদিকে শনিবার আর্চারির রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হারেন তারা। দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন আন সান ও কিম জে ডিওক জুটি। পরে এই জুটিই জিতে নেন এই ইভেন্টের স্বর্ণ।
রোমান ও দিয়ার ব্যক্তিগত ইভেন্ট এখনো বাকি। ২৭ জুলাই ব্যক্তিগত ইভেন্টে নামবেন রোমান। দুদিন পর দিয়া। ৩০ জুলাই নারী ও পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জুনাইনা আহমেদ এবং আরিফুল ইসলাম। ১ আগস্ট পুরুষদের ৪০০ মিটারে নামবেন মোহাম্মদ জহির রায়হান।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























