Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ জুলাই ২০২১
আপডেট: ২০:২৭, ২৫ জুলাই ২০২১

সৌম্যর ফিফটি ধরে এগোচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের দেয়া ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইতোমধ্যে ব্যক্তিগত পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন সৌম্য সরকার। আর তাতেই দলীয় স্কোরও একশ পেরিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ১২২ রান।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না সফররত বাংলাদেশের। প্রথম দুই ওভার দেথে-শুনে ব্যাট করলেও ব্লেসিং মুজারাবানির করা তৃতীয় ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরলেন টাইগার ওপেনার নাঈম শেখ। আউট হওয়ার পূর্বে করেন মাত্র ৩ রান।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ভালোই ব্যাট করছিলেন সাকিব আল হাসান। লুক জংউইয়ের করা ইনিংসের অষ্টম ওভারে পরপর দুই বলে ছক্কাও হাঁকান তিনি। তৃতীয় বল ডট হওয়ার পর চতুর্থ বলেই ক্যাচ তুলে দেন তিনি। আউট হওয়ার আগে করেন ২৫ রান।

এখন ৬০ রানে সৌম্য এবং ২০ রানে মাহমুদউল্লাহ অপরাজিত রয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০তে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে উভয় দলই একটি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়