Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৯, ২৫ জুলাই ২০২১
আপডেট: ২০:২৯, ২৫ জুলাই ২০২১

মাহমুদউল্লাহ-শামীমের ব্যাটিংয়ে রেকর্ড গড়ে বাংলাদেশের জয়

মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম পাটোয়ারী ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়া জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে এত রান তাড়া করে জিম্বাবুয়ের বিপক্ষে জেতেনি বাংলাদেশ। 

হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজ (রোববার) আগে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে ১৯৪ রানের বিশাল টার্গেট দেয় স্বাগতিকরা। এর আগে একবারই এতোবড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার দেওয়া ২১৫ রানের টার্গেট টপকে ৫ উইকেট জিতেছিল টাইগাররা। রান তাড়া করে দ্বিতীয় সর্বোচ্চ জয় ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ১৬৪ রান টপকিয়ে জিতেছিল ২০১৬ সালে, খুলনায়। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সে রেকর্ড পাড়ি দিয়ে নতুন রেকর্ড বাংলাদেশের।

হারারেতে টস জিতে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৯৩ রান করে জিম্বাবুয়ে। এই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের তৃতীয় ওভারে মুজারাবানি বোলিংয়ে আসেন। এসেই ফেরান ওপেনার নাঈম শেখকে। বাঁহাতি ব্যাটসম্যান মিড অন দিয়ে বল উড়াতে চেয়েছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে সহজ ক্যাচ দেন। এরপর ক্রিজে এসে ভালো কিছু করার আভাষ দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হয়ে ১৩ বলে ২৫ রান করে সাকিব যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন বাংলাদেশ রান ৭০। লুক জংওয়েকে দুই ছক্কা মেরে বড় কিছুর আশা দেখাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু তৃতীয় ছক্কা হাঁকাতে গিয়ে বিপদ ডেকে আনলেন। লং অনে ক্যাচ দিয়ে সাকিব ১৩ বলে ২৫ রান করে ফিরলেন। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ ও সৌম্য।

ব্যাট হাতে যখন টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ তখন মাহমুদউল্লাহর সঙ্গে ৩৬ বলে ৬৩ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে দারুণ জবাব দিচ্ছিলেন সৌম্য। এ সময়ে সৌম্য ফিফটি তুলে নিয়ে ইনিংস বড় করছিলেন। কিন্তু দ্রুত রান তোলার তাড়ায় বাঁহাতি ব্যাটসম্যান উইকেট হারালেন।

লুক জংওয়েকে উড়াতে গিয়ে হাওয়ায় ক্যাচ ভাসান। লং অফে ক্যাচ নেন মাসাকাদজা। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৮ রান করে সৌম্য ফেরেন সাজঘরে। ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কা হাঁকান বাঁহাতি ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান আফিফ ছক্কায় উড়িয়ে রানের খাতা খুলেন। এরপর ওয়েলিংটন মাসাকাদজাকেও ছক্কা হাঁকান তিনি। কিন্তু তার ইনিংসটি থেমে যায় ১৪ রানে।

শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে ভর করে জয় দিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করলো বাংলাদেশ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়