Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২৬ জুলাই ২০২১
আপডেট: ১৪:৫৬, ২৬ জুলাই ২০২১

বৃহস্পতিবার দেশে ফিরবে টাইগাররা

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে এবং টি-২০ সিরিজ জয় করেছে বাংলাদেশ। সফল এই মিশন শেষে আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) দেশে ফিরবে টিম বাংলাদেশ। এদিন সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে টাইগারদের।

আগামী ২৮ জুলাই (বুধবার) স্থানীয় সময় সকালে হারারে থেকে দেশের উদ্দেশ্যে টাইগারদের বিমান যাত্রা শুরু হবে। হারারে থেকে প্রথমে জোহানেসবার্গ, তারপর কাতারের রাজধানী দোহা হয়ে রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে টাইগারদের বহর।

টেস্ট সিরিজ শেষে অধিনায়ক মুমিনুল হকসহ টেস্ট স্পেশালিস্টরা দেশে ফিরে এসেছেন। আর ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক তামিম ইকবালও মেহেদি হাসান মিরাজকে নিয়ে রাজধানী এসে পৌঁছেছেন।

এদিকে ২৯ জুলাই দেশে ফিরেও কোন ক্রিকেটার নিজ নিজ বাড়ীতে যেতে পারবেন না। যাওয়ার সুযোগও নেই। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ দরজায় কড়া নাড়ছে। আগামী ৩ আগস্ট থেকে শুরু পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।

সে লক্ষ্যে দেশে ফিরেই টিম বাংলাদেশের প্রতিটি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফকে গিয়ে ঢুকতে হবে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে। আর তাই জাতীয় দলের বহর সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

সেখানে তিনদিন বিরতির পর আগামী ১ আগস্ট থেকে আবার অনুশীলন শুরু। দুইদিন প্র্যাকটিসের পর ৩ আগস্ট প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়