Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৩১ জুলাই ২০২১
আপডেট: ১৭:২৩, ৩১ জুলাই ২০২১

যে দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

চার বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার শুধুমাত্র ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অসিরা।

আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে দুই দলই বর্তমানে টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে।

করোনাকালীন এই সময়ে দর্শকদের মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই। ঘরে বসেই এই সিরিজ উপভোগ করতে হবে সবাইকে। সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেসের দুই চ্যানেল। এগুলো হচ্ছে টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জিটিভি)।

টিভি ছাড়া অনলাইনেও উপভোগ করা যাবে দুই দলের লড়াই। র‍্যাবিটহোল স্পোর্টসের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সিরিজের সবগুলো ম্যাচ লাইভ স্ট্রিমিং করা যাবে।

আগামী ৩ আগস্ট পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ (১-১ ড্র) খেলে যাওয়ার পর আর অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসেনি। প্রায় ৪ বছর (৩ বছর ১০ মাস) পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়