Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১৬:০৭, ৪ আগস্ট ২০২১

চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

করোনার অজুহাতে ১৮ মাসের জন্য বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। তবে চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়েছে, চলতি মাসের ২৪ তারিখে বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

চারদিন কোয়ারেন্টাইন থাকার পর ২৯ তারিখে বিকেএসপিতে অনুশীলন ম্যাচের সুযোগ পাবে কিউইরা। সেপ্টেম্বর ১-১০ তারিখ পর্যন্ত যথাক্রমে ১,৩,৫,৮ ও ১০ তারিখে পাঁচটি টি-২০ অনুষ্ঠিত হবে। 

সব কয়টি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলো নিউজিল্যান্ড। ঐ সফরে দুইটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ১টি টি-২০ ম্যাচ খেলেছিলো কিউইরা।

সফরে চট্টগ্রাম ও ঢাকায় হওয়া দু’টি টেস্টই ড্র হয়। ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তবে এক ম্যাচে টি-২০ সিরিজ হারে টাইগাররা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি :

২৯ আগস্ট- প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি)

১ সেপ্টেম্বর- প্রথম টি-২০ (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)

৩ সেপ্টেম্বর- দ্বিতীয় টি-২০ (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)

৫ সেপ্টেম্বর- তৃতীয় টি-২০ (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)

৮ সেপ্টেম্বর- চতুর্থ টি-২০ (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)

১০ সেপ্টেম্বর- পঞ্চম টি-২০ (মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়