Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১৭:২৫, ৪ আগস্ট ২০২১

টাইগারদের কাছে হেরে নিজ দেশের গণমাধ্যমে সমালোচনার শিকার অজিরা

ওয়ানডে এবং টেস্টের পর টি-টোয়েন্টিতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। এই হার যেন কিছুতেই মেনে নিতে পারছে না অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো। ক্রিকেটারদের রীতিমতো সমালোচনায় মেতে উঠেছেন তারা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি ২৩ রানে জিতেছে বাংলাদেশ। টাইগারদের করা ১৩১ রানের জবাবে ইনিংসের শেষ বলে ১০৮ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। 

সিরিজ শুরুর আগে এদিকে কারো তেমন নজর না থাকলেও হারের পর সব ঘুরে গেছে। দ্য অস্ট্রেলিয়ান ম্যাচের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘নতুন তলানিতে নেমেছে অস্ট্রেলিয়া!’ 

সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘স্বাগতিক দলকে ৭ উইকেটে ১৩১ রানের গড়পড়তা এক স্কোরে বেঁধে ফেলেছে অস্ট্রেলিয়া। কিন্তু নিজেরা এরপর গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং করে ম্যাচটা হেরে গেছে ২৩ রানে।’

অস্ট্রেলিয়ার গণমাধ্যম বাংলাদেশের এ জয়ে পিচের অবদানকে বড় করে দেখায়নি। তাদের চোখে অস্ট্রেলিয়ার হারের কারণ, টাইগার স্পিনারদের সামলাতে পারেনি অজিরা।

এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘শেরে বাংলা স্টেডিয়ামের পিচ ধীর ছিল। কিন্তু একেবারে খেলার অসাধ্য ছিল না। শুধু স্পিনেই ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ১৩ বলে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ইনিংসে পথ হারিয়েছে অজিরা।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়