স্পোর্টস ডেস্ক
আপডেট: ২২:০৬, ৪ আগস্ট ২০২১
টানা দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দাপুটে জয়
বাংলাদেশ সফরে পাত্তাই পাচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় অসিদের গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। টানা দুই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন মোহাম্মদ নাইম ও সৌম্য সরকার। স্টার্কের করা তৃতীয় ডেলিভারিতেই মাথায় আঘাত পান নাইম। তবে সে যাত্রায় কনকাশন টেস্টে উৎরে যান তিনি।
ইনিংসের তৃতীয় ওভারে প্রথম স্ট্রাইক পান সৌম্য। কিন্তু রানের খাতা খোলার আগেই স্টার্কের বলে বোল্ড হয়ে যান তিনি। অপর ওপেনার মোহাম্মদ নাইম এদিন ব্যাট হাতে ব্যর্থ। জশ হ্যাজেলউডের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৯ রান।
শুরুতেই দুই উইকেট হারানোর পর দেখেশুনে খেলতে থাকেন সাকিব আল হাসান ও মাহেদী হাসান। তবে দলের চাহিদা মিটিয়ে সিংগেল বের করার চাইতে উড়িয়ে মারতেই বেশি মনোযোগী ছিলেন মাহেদী। বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচেও যান তিনি। দুজনের ব্যাটে অষ্টম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ হয়।
কিন্তু এরপরই ছন্দপতন। ছয় বলের ব্যবধানে সাকিব ও রিয়াদ দুজনই বোল্ড হলে চাপে পড়ে বাংলাদেশ। সাকিব ২৬ রান করলেও রিয়াদ ফেরেন শূন্যতে। এরপর মাহেদী ২৩ রানে স্ট্যাম্পিংয়ের শিকার হলে ম্যাচ অনেকটাই ঝুঁকে যায় অস্ট্রেলিয়ার দিকে।
এমতাবস্থায় দলের হাল ধরেন আফিফ হোসেন ও নুরুল হাসান। দুজনের ব্যাটে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। অপরাজিত পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে ম্যাচ শেষ করে হাসিমুখে সাজঘরে ফেরেন তারা।
আফিফ ৩৭ ও সোহান ২২ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক, হ্যাজেলউড, অ্যাগার, জাম্পা প টাই প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। অজিদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যালেক্স ক্যারি ও জশ ফিলিপ। মাহেদী হাসানের করা প্রথম ওভার দেখে খেলে মাত্র ১ রান যোগ করেন দুই ব্যাটসম্যান।
নাসুম আহমেদের করা পরের ওভারে দুই চার হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেন ক্যারি। কিন্তু অতি আক্রমণাত্মক হতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। মাহেদীকে উড়িয়ে মারতে গিয়ে নাসুম আহমেদের তালুবন্দী হন এই ওপেনার। এর আগে করেন ১১ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের স্লোয়ারে পরাস্ত হয়ে ১০ রানে বোল্ড হন ফিলিপ। দ্রুত দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন ময়জেস হেনরিক্স ও মিচেল মার্শ। দুজনে মিলে গড়েন ৫৭ রানের জুটি। সাকিবকে সুইপ করতে গিয়ে বোল্ড হন ৩০ রান করা হেনরিক্স।
অল্প সময় পর শরিফুলের বল মিড উইকেট দিয়ে মারতে গিয়ে আউট হন মার্শ। নুরুল হাসানের তালুবন্দী হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। এরপর আর কেউই উইকেটে টিকে থাকতে পারেননি।
১৮তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। প্রথমে ৪ রান করা অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করেন তিনি। পরের বলে অ্যাস্টন অ্যাগারকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। তবে সফল হননি।
অ্যাস্টন টার্নার ফেরেন ৩ রানে। শেষ দিকে মিচেল স্টার্কের ১৩ ও অ্যান্ড্রু টাইয়ের ৩ রানের অপরাজিত দুই ইনিংসের সৌজন্যে লড়াই করার মতো পুঁজি পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে একাই ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। শরিফুল ইসলাম দুটি এবং সাকিব আল হাসান ও মাহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।
সিরিজের তৃতীয় টি-২০তে আগামী শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ ( মিচেল মার্শ ৪৫, ময়েজেস হেনরিকস ৩০; মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭)।
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (আফিফ ৩৭*, সাকিব ২৬, মেহেদি ২৩, নুরুল হাসান ২২*)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























