Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ৪ আগস্ট ২০২১
আপডেট: ১০:১৩, ৫ আগস্ট ২০২১

ম্যাচ সেরা আফিফ হোসেন

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন আফিফ হোসেন। তার দৃঢ়তার সামনে উড়ে গেলো অসি বোলিং লাইনআপ। তাইতো এই তরুণ ব্যাটসমানকেই দেওয়া হলো ম্যাচ সেরার পুরস্কার।

৩১ বল খেলেছেন আফিফ। রান করেছেন ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৩৭। ৫৬ রানের জুটি গড়েন তিনি নুরুল হাসান সোহানের সঙ্গে। ১২২ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে ৫ উইকেট পড়ে গেলে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ে উপহার দিয়েছেন তিনি। অপরদিকে ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। 
টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

এর আগে প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে টাইগাররা। টানা দুই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ ( মিচেল মার্শ ৪৫, ময়েজেস হেনরিকস ৩০; মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭)।

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (আফিফ ৩৭*, সাকিব ২৬, মেহেদি ২৩, নুরুল হাসান ২২*)।

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়