Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৬:০৯, ৫ আগস্ট ২০২১

১৮ বছর পর পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

১৮ বছর পর আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এই সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা।

এর আগে ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে। 

পিসিবি জানিয়েছে, '১৮ বছর পর নিউজিল্যান্ড পাকিস্তান সফরে আসছে নিশ্চিত করছে পিসিবি।’

দুই দলের ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ লাহোরে যাবে কিউইরা। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু এই সিরিজের সব ম্যাচ হবে গাদ্দাফি স্টেডিয়ামে।

২০০৯ সালে সফরে থাকা শ্রীলঙ্কার ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় এক দশক পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিষিদ্ধ ছিল। এরপর গত কয়েক বছর ধরে নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথে হাঁটছে পিসিবি। সেই যাত্রায় সফলতার পথে পাকিস্তান।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়