Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪০, ৬ আগস্ট ২০২১

মেসি ও বার্সা: একুশ বছরের সম্পর্কের বিচ্ছেদ

দীর্ঘদিন ধরে তিনি এফসি বার্সেলোনায় খেলছেন। ক্লাবের সমর্থকদের ধারণা হয়ে গেছিল, মেসি আর তাদের ক্লাব ছাড়বেন না। মেসি মানেই বার্সেলোনা। সেই বার্সেলোনায় মেসি থাকবেন না। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে বার্সেলোনা এবং মেসি দুই তরফই এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ, পারস্পরিক শর্তপূরণ সম্ভব নয়।

এফসি বার্সেলোনা বলছে, স্প্যানিশ লিগের নিয়মের ফলে মেসিকে আর রাখা যাচ্ছে না। লা লিগা ফুটবলারদের আয়ের সীমা বেঁধে দিয়েছে। ফলে আর্জেন্টিনার সুপারস্টারকে বিপুল অর্থ দিয়ে রাখা সম্ভব নয়। ক্লাব মেসিকে শুভেচ্ছা জানাচ্ছে। ক্লাব তার প্রতি কৃতজ্ঞ।

কিছুদিন আগেই খবর এসেছিল, মেসি অর্ধেক বেতনে খেলতে রাজি ছিলেন। তিনি কম অর্থে পাঁচ বছরের কন্ট্রাক্ট করতে চেয়েছিলেন। কিন্তু বার্সেলোনা বলছে, তাদের আর্থিক হাল খারাপ। তারা দেনায় ডুবে আছে। তাই মেসিকে অর্ধেক অর্থ দিয়েও রাখতে পারবে না।

প্রশ্ন উঠেছে, স্প্যানিশ লিগের নিয়ম জানার পরেও মেসির সঙ্গে এতদিন ধরে চুক্তি নিয়ে কেন কথা বললো বার্সেলোনা? প্রশ্ন উঠেছে, এতই অর্থসংকট থাকলে কেন ৯৬ লাখ ডলার খরচ করে এমার্সনকে নেয়া হলো? প্রচুর অর্থ খরচ করে ডিপে এবং আগুয়েরাকেও নিল বার্সেলোনা?

লা লিগা সহ ক্লাবকে ৩৪টি ট্রফি দিয়েছেন মেসি। সাতটি কোপা ডেল রে দিয়েছেন ক্লাবকে। পাঁচ ফুট সাত ইঞ্চির এই ফরোয়ার্ড বার্সার হয়ে লা লিগায় সব চেয়ে বেশি বার হ্যাটট্রিক করেছেন।

মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। তারপর তিনি অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবেন। ইউরোপের ক্লাবগুলি মেসিকে নেয়ার জন্য মুখিয়ে আছে। মেসির সঙ্গে কার চুক্তি হবে, সেটাই দেখার।

বার্সা ছেড়ে কোথায় যাবেন মেসি? 

মেসি ছাড়া বার্সা কিংবা বার্সা ছাড়া মেসি ভক্তদের জন্য অকল্পনীয় এক বিষয়৷ সেই তেরো বছর বয়স থেকেই তো ঠিকানা কাতালুনিয়া। এখানেই তিনি হয়ে উঠেছেন আজকের মহাতারকা। আর্জেন্টিনা দলের হয়ে পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও বার্সাকে এনে দিয়েছেন ১০ টি লিগ শিরোপা। ছয়বার ব্যালন ডি‘ওর জিতেছেন নিজেও।

এর আগে গুঞ্জন উঠলেও তা সত্যি হয়নি। এবার বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক হারের জেরে মেসি নিজেই বার্সাকে বিচ্ছেদপত্র পাঠিয়েছেন। ২০১৭ সালের জুলাইর চুক্তি অনুযায়ী, মেসির বার্সার সঙ্গে থাকার কথা ২০২১ সালের ৩০ জুন অবধি। এর মধ্যে কোনো ক্লাব মেসিকে নিতে চাইলে বার্সাকে দিতে হবে ৭০ কোটি ইউরো। তবে মেসি চান এই শর্ত বাতিল করুক বার্সা।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল জাদুকরকে নিতে চাইবে নামি দামি যেকোনো ক্লাবই। কিন্তু কোথায় যেতে চান মেসি? ফুটবলে তার যাত্রাটা শুরু হয়েছিল আর্জেন্টিনার নিউওয়েল ওল্ড বয়েজ থেকে। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইউরোপে তার শেষ ক্লাব বার্সেলোনাই। ক্যারিয়ারের অন্তত শেষ ছয়টা মাস হলেও তিনি খেলতে চান তার শৈশবের সেই ক্লাবটিতে৷ তবে মেসি এখনই সেটি করবেন এমন সম্ভাবনাটা খুব কমই।

  • মাদ্রিদে মেসি যাওয়ার সম্ভাবনা

বার্সেলোনার চির প্রতিদ্বদ্বী রিয়াল মাদ্রিদ৷ তাতে কী? কাতালান শিবির ছেড়ে খেলোয়াড়রা মাদ্রিদে ভিড়েছেন এমন উদাহরণ তো আছে৷ হাই প্রোফাইলদের মধ্যে লুইস ফিগো কিংবা রোনাল্ডো নাজারিওর কথা সবার আগে আসে৷ কিন্তু মেসি এমন কাজ করলে সেটা বার্সার জন্য সত্যি বড় ধরনের আঘাত হবে। তবে যতদূর জানা যায়, জিনেদিন জিদান আর রিয়াল কর্তৃপক্ষ আপাতত তাদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট। বাড়তি টাকা খরচের কোনো পরিকল্পনা দলটির আপাতত নেই।

  • হয়তো রিয়াল মাদ্রিদও নয়, রোনালদোর সাথেই মাঠে নামবেন মেসি!

ভাবতে পারেন, বর্তমান সময়ের সেরা দুই তারকা খেলছেন একসঙ্গে? স্বপ্ন মনে হলেও সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ এতে বড় ধরনের অর্থনৈতিক চাপে হয়তো পড়বে জুভেন্টাস৷ তবে এর বিনিময়ে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর থাকবে দলটির উপরে।

  • নেইমার-মেসি-এমবাপ্পে?

মেসি, এমবাপ্পে আর নেইমার। নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ আক্রমণভাগ হবে এই ত্রয়ী। সেটি সম্ভব যদি পিএসজিতে ভিড়েন মেসি। সম্ভাবনাটি একেবারে উড়িয়ে দেয়া যায় না। তারকাদের নিতে বরারবরই অর্থ খরচে উদার ফরাসী ক্লাবটি। মেসির ট্রান্সফার ফি নিয়ে দফারফা হলে তো কথাই নেই। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেরকে পরবর্তী ধাপে নিতে হলে ক্লাবটিতে মেসির মতো তারকার বিকল্প নেই।

  • মিলান?

দীর্ঘদিন ধরেই মেসির সঙ্গে সম্পর্ক পাতানোর পাঁয়তারা করছিল ইটালির ইন্টার মিলান৷ ২০০৮ সালে তার সঙ্গে চুক্তির চেষ্টাও চালিয়েছে৷ ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা এগিয়েছি, কিন্তু মেসি বার্সা ছাড়তে চায় না৷ এমনকি ক্লাবের সাবেক পরিচালক বলেছিলেন, মেসি ইন্টারের জন্য স্বপ্নের চেয়েও বড় কিছু৷ স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ক্রিস্টিয়ানো রোনালডোর চেয়েও বেশি টাকায় মেসিকে নিতে প্রস্তুত সিরি আ-র দলটি৷

  • রেড ডেভিলদের সম্ভাবনা কতটা?

মেসিকে নেয়ার দৌড়ে লিভারপুল নেই সেটি তারা পরিস্কার করেছে৷ সেক্ষেত্রে রেড ডেভিলরা যে মেসিকে টানতে চাইবে তা নিয়ে কোনো সন্দেহ নেই, বলছে স্কাই স্পোর্টস৷ তবে মহামারির সময়ে খরচে সতর্ক ইংলিশ ক্লাবটির জন্য চিন্তার কারণ হবে অর্থ৷ যদিও ক্লাবের প্রধান নির্বাহী দীর্ঘ মেয়াদী বিনিয়োগ পরিকল্পনার আভাস দিয়েছেন সম্প্রতি৷ সেক্ষেত্রে মেসির পেছনে টাকা খরচের চেয়ে ভালো আর কী হতে পারে!

  • ম্যানচেস্টার সিটি

বার্সেলোনায় মেসির সেরা সময়টা কেটেছে পেপ গার্দিওলার অধীনে৷ দুজনের বোঝাপড়াটাও সর্বজন বিদিত৷ গুরুশিষ্যের এই যুগলবন্দি কি আবার দেখা যাবে? সেই সম্ভাবনার কথাই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে৷ স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, গার্দিওলার বর্তমান কর্মস্থল ম্যানসিটিতেই নাকি যেতে চাচ্ছেন মেসি৷ এ নিয়ে দুজনের নাকি ফোনালাপও হয়েছে৷ মেসিকে নেয়ার সামর্থ্যও আছে ম্যানচেস্টার সিটির।

মেসি-বার্সা বিচ্ছেদের মূল কারণ

বিবিসির এক প্রতিবেদনে বার্সেলোনা জানিয়েছে ,'অর্থনৈতিক এবং কাঠামোগত বাধার কারণে' লিওনেল মেসি ক্লাবে থাকছেন না। পহেলা জুলাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ৩৪ বছর বয়সী মেসি এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে কম বেতনে ক্লাবের সাথে নতুন চুক্তির জন্য রাজি হন মেসি। কিন্তু তার বেতনের অর্থ জোগাড় করতে বার্সেলোনাকে আরো কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করতে হত, কাজেই চুক্তিটি নির্ভর করছিল সেই সিদ্ধান্তের ওপর।

ক্লাব জানিয়েছে, "দুই পক্ষই তীব্র অনুশোচনার মধ্যে রয়েছে কারণ খেলোয়াড় ও ক্লাব কারও ইচ্ছারই প্রতিফলন হয়নি।"

বার্সেলোনা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন চুক্তি করে মেসি ক্লাবের সাথে তার ২১ বছরের সম্পর্ক বাড়াতে চেয়েছিল, কিন্তু স্প্যানিশ লিগ 'লা লিগা'র আরোপিত নিয়মের জন্য তা পারেনি। ২০২৬ পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি করার জন্য সমঝোতায় পৌঁছেছিলেন মেসি - কিন্তু লা লিগা কর্তৃপক্ষ জানায় মেসি বা যে কোনো নতুন খেলোয়াড় দলে নিতে গেলে ক্লাবের তাদের বেতন কমাতে হবে।

ক্লাব জানিয়েছে,

এফসি বার্সেলোনা এবং লিওনেল মেসির পরিষ্কার ইচ্ছা থাকার পর এবং দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পরও আজ নতুন চুক্তি করা সম্ভব হয়নি অর্থনৈতিক এবং কাঠামোগত বাধার কারণে। ক্লাবের প্রতি অবদানের জন্য এফসি বার্সেলোনা আন্তরিকভাবে মেসির প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।

মেসি বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার। ক্লাবের হয়ে ৬৭২ গোল করা এই আর্জেন্টাইন ১০টি লিগ শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি কোপা ডেল রে জিতেছেন। দলীয় শিরোপার পাশাপাশি জিতেছেন রেকর্ড ৬টি ব্যালন ডি'অর খেতাবও।

এই মৌসুমে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তের প্রধান লক্ষ্যই ছিল মেসিকে ন্যু ক্যাম্পে রাখা।

তবে ক্লাবের অর্থনৈতিক জটিলতার কারণে বিশ্বের সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হওয়া মেসির বার্সায় ভবিষ্যত ছিল অনিশ্চিত। এ বছরের শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনও এমন পরিস্থিতি হয় যখন বার্সেলোনা দেউলিয়া হওয়ার পথে।

দীর্ঘ সময় থেকেই যেন শুরু হয় ক্লাব ছাড়ার প্রস্তুতি

হঠাৎ করেই ঘোষণাটা সবার সামনে এসে ফুটবলপ্রেমীদের মন তিক্ততায় ভরিয়ে দিয়েছে। তবে বাস্তবতা হলো, মেসির বার্সা ছেড়ে যাওয়ার ঘটনা যেন শুরু হয়েছে বেশ লম্বা সময় থেকেই!

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে গত বছরের মাঝামাঝি থেকেই বার্সার প্রতি মুখ ফিরিয়ে নিতে শুরু করেন মেসি। দেখা যাক মেসির ট্রান্সফার টাইমলাইন-

  • ২৫শে অগাস্ট ২০২০ - ক্লাবে একটি ফ্যাক্স বার্তা পাঠান মেসি, যেখান তার চুক্তিতে এমন একটি শর্ত যোগ করার অনুরোধ করেন তিনি যা অনুযায়ী ফ্রি এজেন্ট হিসেবে বিবেচিত হবেন তিনি।
  • ৪ই সেপ্টেম্বর ২০২০ - মেসি মন্তব্য করেন যে তিনি বার্সেলোনাতেই থাকছেন, কারণ ক্রাব থেকে তার মুক্তির শর্ত অনুযায়ী ৭০ কোটি ইউরো দেয়া যে কোনো ক্লাবের জন্য 'অসম্ভব।'
  • ২৭শে অক্টোবর ২০২০ - বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউ পদত্যাগ করেন।
  • ২৮শে ডিসেম্বর ২০২০ - মেসি মন্তব্য করেন যে তিনি একদিন যুক্তরাষ্ট্রে খেলতে চান, কিন্তু বার্সেলোনায় তার চুক্তি কবে শেষ হবে তা নিয়ে সন্দেহও প্রকাশ করেন।
  • ৩১শে জানুয়ারি, ২০২১ - স্প্যানিশ পত্রিকা 'এল মুন্ডো'র বিরুদ্ধে 'যথাযথ আইনি পদক্ষেপ' নেয়ার হুমকি দেয় বার্সেলোনা। পত্রিকাটি মেসির আগের চার বছরের চুক্তির বিস্তারিত প্রকাশ করার পর এই হুমকি দেয় বার্সেলোনা।
  • ১৬ই মে ২০২১ - সেল্টা ভিগোর বিপক্ষে মৌসুমের শেষ হোম ম্যাচের পর বার্সেলোনার ম্যানেজার রোনাল্ড কোম্যান ইঙ্গিত করেন যে সে ম্যাচে মেসি না খেললেই ভালো হত। ঐ ম্যাচে হারার পর বার্সেলোনার শিরোপার আশা শেষ হয়ে যায়।
  • ২২শে মে ২০২১ - বার্সেলোনার সাথে মেসির চুক্তির পরিস্থিতি পারি সাঁ জার্মেই 'পর্যবেক্ষণ' করছে বলে খবর প্রকাশিত হয়।
  • ২৮শে মে ২০২১ - বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে মন্তব্য করেন যে লিওনেল মেসির সাথে নতুন চুক্তি 'এখনও চূড়ান্ত হয়নি', তবে 'আলোচনা ইতিবাচক' হচ্ছে।
  • পহেলা জুলাই ২০২১ - মেসি'র বার্সেলোনা চুক্তির মেয়াদ শেষ হয় এবং তিনি ফ্রি এজেন্ট হিসেবে গণ্য হন।
  • ১৫ই জুলাই ২০২১ - আগের চেয়ে কম বেতন নেয়ার শর্তে ২০২৬ পর্যন্ত বার্সেলোনার সাথে থাকার সিদ্ধান্ত নেন মেসি।
  • ৫ই অগাস্ট ২০২১ - 'অর্থনৈতিক ও কাঠামোগত বাধা'র কারণে লিওনেল মেসি ক্রাব ছাড়ছেন বলে ঘোষণা দেয় বার্সেলোনা।

পুনশ্চঃ

আমাদের বর্তমান যে প্রজন্ম, আমরা ফুটবল বলতেই বুঝেছি মেসির বাঁ পায়ের লম্বা শট, রোনালদোর ৮ ফুট উচ্চতায় লাফিয়ে হেড। তাদেরকে সবসময় যে জার্সিতে দেখেছি হঠাৎ করেই সেটা বদলে গেলে কেমন যেন একটা লাগে। মেসি ফুটবল খেলবেন, কিন্তু তার জার্সির বুকের কোনায় হয়তো লেখা থাকবে না এফসি বার্সেলোনা। তবে আমাদের কাছে ফুটবল মানেই তবুও মেসি।

সূত্র: বিবিসি, ডয়চে ভেলে

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়