Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৬, ৭ আগস্ট ২০২১
আপডেট: ২২:৩২, ৭ আগস্ট ২০২১

এবার চাপে টাইগাররা

বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন মোহাম্মদ নাইম। ভালো কিছু করার আশা জাগিয়ে ৩৬ বলে ২ চারে ২৮ রান করে ফিরেন নাইম। ১৭ রানের জুটি ভাঙেন সুইপশন। দলে জায়গা পেয়ে ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। পরে দ্রুত রান তুলতে গিয়ে অ্যাগারের বলে ক্যাচ হন আফিফও। তবে এর আগে ১৭ বলে ১ ছয়ে করেন ২১ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান। ক্রিজে মেহেদি হাসান (৪ রান) ও মোস্তাফিজুর রহমান (০)।

এদিন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রিয়াদ। তবে বরাবরের মতোই বাজে শট খেলে আউট হন সৌম্য সরকার। এদিন তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। পরে সাকিব ফেরেন ১৫ রানে আর শেষে রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পরের ব্যাটার হিসেবে আসা নুরুলও রানের খাতা খুলতে পারেননি। নিজের ইনিংসের প্রথম বলেই এলবির শিকার হন সুইপসনের। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন অস্ট্রেলিয়ানরা। ৮ রানের ব্যবধানে তিন ব্যাটারকে হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে বাংলাদেশ।

পরে আফিফকে নিয়ে চাপ কাটানোর চেষ্টা করেন উইকেটে থিতু হওয়া নাইম। অজি লেগ স্পিনার সুইপশনের বলে এলোমেলো হওয়ার পরে দুর্দান্ত শুরু করা আফিফকে ফেরান অ্যাগার। পরে অজি একাদশে ফেরা টাইয়ের বলে বাজে শট খেলে ক্যারির ক্যাচ হয়ে ফিরেন শামীম।

বাংলাদেশে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সফরে এসেছে অস্ট্রেলিয়া। এর আগে এই সংস্করণে চারবারের দেখায় একটি জয়ও ছিলো না টাইগারদের। তবে পঞ্চমবারের দেখায় জয় পাওয়ার পরে টাইগারদের জয়রথ যেন থামছেই না। ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এটাই সাকিব-রিয়াদদের প্রথমবারের মতো অজিদের বিপক্ষে যেকোন ফরম্যাটে সিরিজ জয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়