Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ৭ আগস্ট ২০২১

স্পেনকে হারিয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রাজিল

এক মাস আগে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিলের শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তবে এক মাসের মাঝেই অন্য একটি শিরোপার স্বাদ পেয়েছে দলটি। স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে টোকিও অলিম্পিকের ফুটবলে সোনা জিতেছে সেলেসাওরা।

নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দুর্দান্ত এক গোল করলেন ব্রাজিলের ম্যালকম। সেই গোলেই টোকিও অলিম্পিকের স্বর্ণ জয় নিশ্চিত হলো লাতিন আমেরিকার দেশটির। ২০১৬ সালের পর টানা দ্বিতীয়বার অলিম্পিকের স্বর্ণ জিতলো সেলেসাওরা।

২০১৬ রিও অলিম্পিকে প্রথম নেইমারের হাত ধরে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয় করেছিল ব্রাজিল। সেবার টাইব্রেকারে জার্মানিকে হারিয়েছিল তারা। টাইব্রেকারের শেষ শটটি নিয়েছিলেন নেইমার। ৫ বছর পর টোকিওয় দানি আলভেজের নেতৃত্বাধীন ব্রাজিল সেই স্বর্ণ পদকটি ধরে রাখলো।

ম্যাচের শুরুর দিকে অবশ্য দাপট দেখাচ্ছিল স্পেন। ১৬ মিনিটে প্রায় এগিয়েও গিয়েছিল তারা। অলমোকে আটকাতে গিয়ে কার্লোস নিজের জালেই বল পাঠাতে বসেছিলেন। পরে নিজেই কোনোমতে গিয়ে গোললাইন থেকে সেটি ঠেকান এই ডিফেন্ডার। 

৩৬ মিনিটে ব্রাজিল পেয়ে গিয়েছিল আরও বড় সুযোগ।  ম্যাথিয়াস কুইয়া ফাউল করে বসেন স্পেন গোলরক্ষক সিমোন। কিন্তু পেনাল্টি শট বারের ওপর দিয়ে মারেন রিচার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে কুইয়া। স্পেনের পাউ তোরেসের ভুলের সুযোগ নিয়ে দুর্বল এক শটে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভালো খেলতে থাকে স্পেন। ৫৬ মিনিটে অস্কার গিলের ক্রস থেকে দুর্দান্ত এক গোল করেন মিকেল ওইয়ারসাবাল। এই গোলেই ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

সেখানে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। ম্যাচের ঠিক ১০০তম মিনিটে দারুণ সেভে দলকে রক্ষা করেন সিমোন। সাত মিনিট পর আর রক্ষা পায়নি তারা। আন্তোনির লম্বা এক ক্রস থেকে বল পান ম্যালকম।

স্প্যানিশ ডিফেন্ডার হেসুস ভায়েহোর ঠিকভাবে নজরে রাখতে পারেননি ম্যালকমকে। বক্সে ঢুকে পড়ে নেওয়া ম্যালকমের শট সিমোনের পায়ে লেগে জালে ঢুকে। তাতেই দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলের সোনা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। গেল বার রিও ডি জেনেইরোতে ঘরের মাঠে সোনা জিতেছিল তারা। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়