স্পোর্টস ডেস্ক
আপডেট: ২১:৪১, ৮ আগস্ট ২০২১
এমন বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না: মেসি
সংবাদ সম্মেলনে মেসি
আনুষ্ঠানিকভাবে শেষ হলো লিওনেল মেসি ও বার্সেলোনার সম্পর্ক। রোববার ক্লাবের হয়ে শেষবারের মতো সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। একই সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানিয়েছেন, এমন বিদায়ের জন্য প্রস্তুত ছিলেন না।
বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু পর সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করেন মেসি। তিনি যখন ন্যু ক্যাম্পের সংবাদ সম্মেলনে হাজির হন, তুমুল করতালিতে মুখর হয়ে উঠে পুরো কক্ষ। মঞ্চে উঠার সময় কান্নায় ভেঙে পড়েন মেসি। কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে বারাবার চোখ মুছতে দেখা যায় তাকে।
কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে কথা বলা শুরু করেন মেসি। নিজের বিদায়ী বক্তব্যের শুরুতেই মেসি বলেন, সত্যি বলতে আমি জানি না কি বলবো। গত কিছুদিন ধরে আমি ভেবেছি কি বলবো, কিন্তু সত্যটা হচ্ছে, আমি কিছুই ভাবতে পারছিলাম না। এত বছর, প্রায় পুরো জীবনটাই এখানে থাকার পর এটা আমার জন্য কঠিন, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না।
তিনি আরো বলেন, ২১ বছর পর আমি আমার ৩ কাতালান-আর্জেন্টাইন সন্তানসহ এখান থেকে চলে যাচ্ছি। এই শহরে আমরা থেকেছি, এটাই আমাদের ঘর। সবকিছুর জন্য আমি গর্বিত, আমার সতীর্থদের জন্য এবং যারা আমার পাশে ছিলেন তাদের জন্য।
মেসি যোগ করেন, আমি এই ক্লাবের জন্য সেই শুরু থেকে শেষ দিন পর্যন্ত সামর্থ্যের সবটুকু দিয়েছি। আমি বিদায়ের কথা কখনো ভাবতেই পারিনি। আমি এখনো এই ক্লাব ছাড়া ও জীবন বদলে যাওয়ার বাস্তবতা বুঝতে পারছি না। তবে এটা মেনে নিতেই হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























