Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ৯ আগস্ট ২০২১
আপডেট: ২৩:১১, ৯ আগস্ট ২০২১

ম্যাচ ও সিরিজ সেরা সাকিব আল হাসান

সফরকারী অস্ট্রেলিয়াকে সব থেকে কম রানে অলআউট করে রেকর্ড গড়েছে বাংলাদেশ। একই দিনে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, সিরিজ সেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই।

অস্ট্রেলিয়াকে মাত্র ৬২ রানে গুটিয়ে দিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। অসিদের এই ধ্বংসযজ্ঞের আসল নায়ক সাকিব। ৩.৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও করেন ১১ রান।

সবমিলিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সাকিব কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর লো স্কোরিং এই সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তারই (৫ ম্যাচে ১১৪)। ১৫৬ রান নিয়ে এক নম্বরে মিচেল মার্শ।

বল হাতেও আছেন সাকিব সেরা পাঁচের মধ্যে। ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। চার ম্যাচে ৮ উইকেট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলেউড। আর ৫ ম্যাচে তারই সমান উইকেট নিয়ে দুই নম্বরে বাংলাদেশের নাসুম আহমেদ।

এছাড়া সোমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্যাস্টন টার্নারের  উইকেট শিকারের মধ্য দিয়ে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

বাংলাদেশ সেরা এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ৯টি ফিফটির সাহায্যে ১৭১৮ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে বাঁ-হাতি স্পিনে শিকার করেন ১০০ উইকেট। 

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৫৭ ম্যাচে ব্যাট হাতে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৫১ রান আর বল হাতে সাকিবের শিকার ৫৯২ উইকেট।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়