স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৯:০৯, ১০ আগস্ট ২০২১
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক ক্রিকেটার কেয়ার্নস
গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নস।
মঙ্গলবার (১০ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে ৫১ বছর বয়সী এই ক্রিকেটারের অসুস্থতার কথা জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ক্যানবেরায় হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল তার। এরপরই থেকেই লাইফ সাপোর্ট ইউনিটে আছেন তিনি। কেয়ার্নসের ইতিমধ্যেই বেশ কয়েকটা অপারেশন হয়েছে। তারপরও সাড়া দিচ্ছেন না। এ কারণেই সিডনিতে বিশেষ চিকিৎসকের কাছে পাঠানো হবে সাবেক এই কিউই ক্রিকেটারকে।
কেয়ার্নসের বাবাও ছিলেন ক্রিকেটার। ল্যান্স কেয়ার্নস নিজ নামেই পরিচিত। বাবার পথ ধরে ক্রিস কেয়ার্নস খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। ১৯৮৯ থেকে ২০০৬ সালের মধ্যে কিউইদের হয়ে ৬২ টেস্ট ম্যাচ, ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। করেছেন ৮২৭৩ রান। নিয়েছেন ৪২০ উইকেট।
খেলা ছেড়ে দেওয়ার পর স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন ক্যানবেরায়। সেখানে স্মার্টস্পোর্টস নামে একটি সংস্থার বড় দায়িত্বে তিনি। ভার্চুয়াল স্পোর্টস নিয়ে কাজ করে এই সংস্থাটি। কিন্তু এবার জীবনটাই এলোমেলো হয়ে গেল তার। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক সময়ের এই তারকা ক্রিকেটার।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























