Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৮, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ১২:৫৪, ১৭ আগস্ট ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, টাইগারদের প্রথম টার্গেট স্কটল্যান্ড

ফাইল ছবি

ফাইল ছবি

অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরের মূল পর্বে ঢুকতে সাকিব-রিয়াদদের পেরোতে হবে প্রথম রাউন্ড। ‘বি’ গ্রুপে তাদের লড়তে হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। টাইগারদের সব গুলো ম্যাচ হবে ওমানে।

মঙ্গলবার সকালে আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী আসরের উদ্বোধনী দিনেই মাঠে মানবে টাইগাররা। ১৭ অক্টোবর সাকিব-রিয়াদরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।

রাউন্ড ওয়ানে উদ্ধোধনী দিনে স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে পাপুয়া নিউগিনি। ম্যাচটি ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। একই দিনে অভিন্ন ভেন্যুতে বাংলাদেশ সময় রাত আটটায় স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে অভিন্ন সময়ে ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে টাইগাররা। এদিন একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি।

পরের দিনে রাউন্ড ওয়ানে ‘এ’ লড়বে আয়ারল্যান্ড-নেদারল্যান্ড ও শ্রীলংকা ও নামিবিয়া। ‘এ’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়