Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৪, ১৭ আগস্ট ২০২১

সুনামগঞ্জের কোন দলই ছিল না, নিষিদ্ধ হই কীভাবে: নাসুম

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই বাজিমাত করেছিলেন নাসুম আহমেদ। ওই ম্যাচে চার ওভার বোলিংয়ে ১৯ রান খরচ করে নেন চার উইকেট। এমন পারফরম্যান্সের পর গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, নিজ জেলা সুনামগঞ্জের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়ে আছেন বামহাতি এই স্পিনার।

সেই খবরে প্রকাশিত হয়েছিল, ২০১৫ সালে ক্রিকেট লিগে জেলার পক্ষে না খেলে বিভাগীয় সিলেট দলে খেলায় তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। নাসুম সুনামগঞ্জের প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবে খেলতেন। প্যারামাউন্ট ক্লাবের সাধারণ সম্পাদক এনাম আহমদও কিছুদিন আগে জানিয়েছিলেন, ‘সুনামগঞ্জের পক্ষে খেলায় অংশগ্রহণ না করায় জেলা ক্রীড়া সংস্থা তাকে আজীবন নিষেধাজ্ঞা দেয়। দীর্ঘ সাত বছর ধরে সে সুনামগঞ্জে ক্রিকেট খেলে না।’

এমন সংবাদ দেখে অনেকটাই বিস্মিত হয়েছেন নাসুম নিজেই। অবশেষে নিজের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। 

সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নাসুম জানিয়েছেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন! তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা কিংবা ক্রিকেট খেলা- সবকিছুই সিলেটে। আমার বাবার জন্মও সিলেটে। একসময় আমার দাদাবাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল। কিন্তু আমার দাদা ১৯৫৮ সালে সিলেটে স্থায়ীভাবে চলে আসেন। ছোটবেলা সুনামগঞ্জে একবার গিয়েছিলাম এবং ওখানকার রাস্তাঘাটও ঠিকভাবে চিনি না। পরবর্তীতে ওখানকার একটা টুর্নামেন্টে একবার 'খ্যাপ' খেলতে গিয়েছিলাম। ’

সম্প্রতি বিভিন্ন সংবাদে হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছেন আমি আমার জেলা দলে নিষিদ্ধ। কিন্তু আমি যে জেলার হয়ে কখনো খেলিনি তারা আমাকে কিভাবে নিষিদ্ধ করে? ২০০৫ সালে ১১ বছর বয়সে আমি পেশাগতভাবে ক্রিকেট শুরু করি এবং ওই বছর জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোন দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছি। সিলেট লীগে খেলেছি ২০০৬ সাল থেকে এবং সিলেট জেলা দলে খেলেছি  ৩ বছর, আর বিভাগীয় দলে ২০১০ সাল থেকে।

আল্লাহ্‌ এর অশেষ রহমতে আমি বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি এবং ভবিষ্যতে  আরও এগিয়ে যেতে সবার দোয়া কামনা করি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়