Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪২, ১৮ আগস্ট ২০২১
আপডেট: ১২:১৯, ১৮ আগস্ট ২০২১

ক্লাব ছাড়ার আলোচনায় মুখ খুললেন রোনালদো

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে পর্তুগিজ‍ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এরপর নাকি আবারও ফিরবেন রিয়ালে। সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

শুধু তাই নয়, কেউ বলছেন সিআর সেভেন নাকি পিএসজিতে পাড়ি জমাবে। আবার কারো ভাষ্যমতে, ম্যান সিটিকে বেঁছে নেবেন তিনি। এতদিন এ বিষয়ে কোনো কথা বলেননি রোনালদো। অবশেষে মুখ খুলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

গত মঙ্গলবার রাতে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন রোনালদো। সেখানে তিনি লেখেন, 'যারা আমাকে চেনেন, তারা হয়তো জানা আছে যে, আমি আমার কাজের প্রতি কতটা মনোযোগী। কথা কম এবং কাজ বেশি, ক্যারিয়ারের প্রথম থেকেই এটা আমার পথনির্দেশক নীতি। যাইহোক, সম্প্রতি যা বলা হচ্ছে এবং লেখা হচ্ছে সেসব বিবেচনা করে আমাকে আমার অবস্থান পরিষ্কার করতে হবে।

একজন মানুষ এবং খেলোয়াড় হিসেবে আমার জন্য এটা খুবই অসম্মানজনক ব্যাপার। আমার ভবিষ্যৎ নিয়ে মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে, তা এই গুজবে জড়িত ক্লাবগুলো, তাদের খেলোয়াড় এবং কর্মীদের জন্যও অসম্মানজনক।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে আমার গল্প লেখা আছে। এটা রেকর্ড হয়ে আছে শব্দ এবং সংখ্যায়, ট্রফি এবং শিরোপায়, রেকর্ডে এবং শিরোনামে। এটা যেমন রয়েছে বার্নাব্যুর জাদুঘরে, তেমনি রয়েছে ক্লাবের প্রতিটি ভক্তের হৃদয়েও।

আমার অর্জনের বাইরেও দীর্ঘ ৯ বছর ক্লাবের অসাধারণ ভক্তদের সঙ্গে আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। সেই ভালোবাসা ও শ্রদ্ধা আমি আজও ধরে রেখেছি এবং সবসময় তা লালন করে যাব। রিয়াল মাদ্রিদের প্রকৃত ভক্তরা যে, আমাকে এখনো তাদের হৃদয়ে রেখেছে- সেটা আমার জানা। ভবিষ্যতেও তাদের মনের মধ্যেই থাকব।

সম্প্রতি বিভিন্ন ক্লাবের সঙ্গে আমাকে যুক্ত করার খবর প্রকাশ করা হচ্ছে। কিন্তু কেউ এর সত্যিকারের সত্যতা খুঁজে বের করার চেষ্টা করেনি।

আমি এখন নীরবতা ভেঙে বলছি যে, মানুষকে আমার নাম নিয়ে মজা করতে দিতে পারি না। আমি আমার ক্যারিয়ার এবং কাজেই কেবল মনোনিবেশ করছি। আমাকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার জন্য প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। অন্য সব কিছু? বাকি সব শুধু কথাবার্তা।'

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়