স্পোর্টস প্রতিবেদক
টাইগারদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিসিবি
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় ছাপিয়ে গিয়েছিল মিরপুরের উইকেট। সেখানকার টার্নিং আর মন্থর উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সমালোচকদের মতে, এমন স্পিনিং উইকেটে বড় দলগুলোকে হারাতে পারলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা কাজে আসবে না।
তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে জয়ের ধারায় থাকা এক আত্মবিশ্বাসী দল চায় বিসিবি।
অজিদের বিপক্ষে সিরিজে পিচ নিয়ে সমালোচনা হলেও টাইগাররা প্রথমবারের মত সিরিজ জিতেছিল ৪-১ ব্যবধানে। কোনো দলকে হারানোর মধ্যে যে আত্মবিশ্বাস পাওয়া যায় তা জয়ের ধারায় না থাকলে সম্ভব না -এমনটি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,
‘ক্রিকেট এমন এক খেলা আপনি জয়ের ধারায় না থাকলে আত্মবিশ্বাস পাবেন না। যেকোনো খেলায় জয় পরের সকালে যে আত্মবিশ্বাস দেয় তা আপনি আর কিছুতেই পাবেন না। তাই এই ধারাবাহিকতা থাকতে হবে। জয় সবসময় সামনের পথ দেখায়।’
আগামী মাসের শুরুর দিকে টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। প্রায় দুই সপ্তাহ আগেই তারা সফরের জন্য দল ঘোষণা করেছে। দলে থাকছে না বিশ্বকাপে খেলতে যাওয়া কোনো ক্রিকেটার। তবে তাদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে কি এবারও টার্নিং পিচে খেলবে বাংলাদেশ। নাকি এবার স্পোর্টিং পিচে খেলবে টাইগাররা?

তবে কোন ধরনের পিচে খেলবে সেটা আপাতত চিন্তায় না থাকলেও, দলকে জয়ের ধারায় দেখতে চায় বিসিবি। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে সিরিজ জয়ের পরে ঘরের মাঠে অজিদের বিপক্ষে দাপুটে সিরিজ জয় নিয়ে বর্তমানে বেশ আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ বাহিনী। তাই আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলে সিরিজ নিজেদের করবে টাইগাররা আশাবাদী বিসিবি প্রধান নির্বাহী। তিনি বলেন,
‘জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করেছে। এবারও ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নিউজিল্যান্ড সফরে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী। যেহেতু ঘরের মাঠে খেলা, অবশ্যই আত্মবিশ্বাসী। সেরা ক্রিকেট খেলে সিরিজ জিতব।’
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























