স্পোর্টস ডেস্ক
আপডেট: ২০:২৫, ২২ আগস্ট ২০২১
পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড
সম্পূর্ণ আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। এমন অবস্থায় পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছে কিউইরা। এজন্য পাকিস্তানের করোনা ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি নিরাপত্তা বিশেষজ্ঞ দলকে পাকিস্তানে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা নিউজিল্যান্ডের। আগামী ৩ অক্টোবর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে সিরিজের ম্যাচগুলো।
জানা গেছে, নিরাপত্তা বিশেষজ্ঞ দলের নেতৃত্বে আছেন রেগ ডিকাসন। সেই নিরাপত্তা বিশেষজ্ঞ দলটি যে রিপোর্ট দেবে, তার ওপর ভিত্তি করেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বেশ’কয়েকজন ক্রিকেটার পাকিস্তান যেতে অনীহা প্রকাশের পরই নিরাপত্তা বিশেষজ্ঞ দল পাঠানোর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বলেন, ডিকাসন নিয়মিত সফরের অংশ হিসেবেই পাকিস্তানে আসবেন। আইসিসির নির্ধারণ করা নিয়ম অনুসারে এখানকার নিরাপত্তা এবং ক্রিকেট সম্পর্কিত অন্য সব বিষয়গুলো খতিয়ে দেখবেন।
পিসিবি তাকে আগের চেয়ে ভালো রিপোর্ট দিতে পারবে বলে আত্মবিশ্বাসী। এমনকি আফগানিস্তানের চলমান পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানে যে নিরাপত্তার কোনো সমস্যা নেই, সেটিও দেখানো সম্ভব হবে।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ বেশকজন শীর্ষস্থানীয় খেলোয়াড়কে ছাড়া পাাকিস্তান সফরের দল সাজিয়েছে নিউজিল্যান্ড। আইপিএলে খেলার কারণে খেলতে পারবেন না উইলিয়ামসন।
উইলিয়ামসনের সঙ্গে আইপিএলের জন্য সফর থেকে সড়ে দাড়ান ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কাইল জেমিসন, টিম সেইফার্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার। আইপিএল না খেললেও পাকিস্তান সফরের দলে নেই টিম সাউদি ও ডেভন কনওয়ে।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পাকিস্তান সফর নিয়ে অস্বস্তি থাকলে যে কেউ সরে দাঁড়াতে পারবে। যদিও ডিকসনের পরামর্শ এবং অন্যান্য মূল্যায়নের পরামর্শের পরও সফরটি এগিয়ে যায়।
পাকিস্তান সফরের জন্য অভিজ্ঞ ব্যাটসম্যান টম লাথামকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। ২০০৩ সালের পর আবারো পাকিস্তান সফরে যাচ্ছে কিউইরা।
বাংলাদেশ সফর করে পাকিস্তান উড়ে যাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























