Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২০:৩১, ২৩ আগস্ট ২০২১

আতঙ্কিত আফগান ফুটবলারদের দেশ ছাড়তে সহায়তা করবে ফিফা

আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুরোপুরি তালেবানদের দখলে। এ ঘটনায় আতঙ্কে দেশটির অনেকেই। বিশেষ করে ক্রীড়াঙ্গনের মানুষ বুঝে উঠতে পারছেন না কী করবেন।

এমন সময় জানা গেলো, যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে নারী-পুরুষ ফুটবলারদের সরিয়ে নিতে কাজ শুরু করতে যাচ্ছে ফিফা ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। যেসব খেলোয়াড় ঝুঁকির মধ্যে রয়েছেন, তাদের সরিয়ে নিতে তালেবানদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। 

ফিফার সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা এএফপিকে বলেছেন, যেসব আফগান নারী ও পুরুষ ফুটবলার দেশ ছেড়ে যেতে চান, তাদের সহায়তা করা হবে। তিনি জানান, ‘যে সকল আফগান ফুটবলার দেশ ছাড়তে চান তাদের সহয়তা করবে ফিফা ও ফিফাপ্রো। এই পরিস্থিতিতে আমরা ফিফপ্রোর সঙ্গে কাজ করছি। এভাবে সহযোগিতার কাজ অতীতেও করেছি, এখনও করতে চাই আমরা।’

গত সপ্তাহে তালেবানের ক্ষমতা দখলের পর আতঙ্কিত মানুষ দ্রুত দেশ ত্যাগের চেষ্টা করলে দেশটির বিমানবন্দরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে অনেককে উড়োজাহাজে চড়ে দেশ ত্যাগের চেষ্টা করতে দেখা যায়। একই কাজ করতে গিয়ে প্রাণ হারান ১৯ বছর বয়সী আফগান ফুটবলার জাকি আনওয়ারি। বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করে নীচে পড়ে মারা যান আফগান যুব দলের ফুটবলার আনওয়ার। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়