Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৯ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪১, ২৩ আগস্ট ২০২১
আপডেট: ২১:৪৯, ২৩ আগস্ট ২০২১

‘ভাগো ভাগো, বাঘ আসলো’ (ভিডিও)

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও তৈরি করেছে। যা সোমবার (২৩ আগস্ট) দলটির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। 

সাকিবকে নিয়ে করা ২৯ সেকেন্ডের ভিডির ক্যাপশনে কলকাতার দলটি হিন্দিতে লিখেছে- ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার অর্থ বাংলায় এমন ‘ভাগো ভাগো, বাঘ আসলো’। ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকেও এমনটি ছন্দ ছিলো।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভারতে মাটিতে আইপিএলের চর্তুদশ আসর গত ২ মে স্থগিত হয়ে যায়। ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

আরও পড়ুন: আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ সাকিব আল হাসান

আইপিএলের বাকি অংশে কলকাতার হয়ে খেলবেন সাকিব। তাই সাকিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে নেটে ব্যাটিং-বোলিং করছেন সাকিব।

চর্তুদশ আসরের জন্য হওয়া নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিলো কলকাতা। প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে মাত্র দুই উইকেট নেন তিনি। পারফরম্যান্স খারাপ থাকায় পরের চার ম্যাচে একাদশের বাইরে ছিলেন সাকিব।

৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।

সূত্র: বাসস 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়