Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪৬, ২৬ আগস্ট ২০২১

কিংবদন্তি ক্রিকেটার টেড ডেক্সটার আর নেই

টেড ডেক্সটার

টেড ডেক্সটার

কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার টেড ডেক্সটার আর নেই। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ৮৬ বছর বয়সে ওলভারহাম্পটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

ডেক্সটারের মৃত্যুতে শোক প্রকাশ করে আইসিসি। নিজেদের অফিশিয়াল টুইটার পেজে এই ক্রিকেটারের এক ছবি পোস্ট করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা লিখেছে, ‘ক্রিকেট বিশ্বের জন্য শোক সংবাদ। তার সময়ের সেরা ব্যাটসম্যান ইংল্যান্ড কিংবদন্তি টেড ডেক্সটার ৮৬ বছর বয়সে মারা গেছেন।’

এ ছাড়া মাইকেল ভন, মাইক আথারটনসহ অনেক ইংলিশ ক্রিকেটার শোক শ্রদ্ধা জানিয়েছেন ডেক্সটারের প্রতি।

ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ডেক্সটার। আক্রমণাত্মক মিডল-অর্ডার ব্যাটসম্যান ছিলেন তিনি এবং কৌশলী মিডিয়াম পেসও করতেন।

তিনি ১৯৫৮ থেকে ১৯৬৮ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ৪৭.৮৯ গড়ে করেছেন ৪৫০২ রান। তার মধ্যে আছে ৯ সেঞ্চুরি ও ২৭ ফিফটি। এ ছাড়া বল হাতে গড়ে ৩৪.৯৩ গড়ে রান দিয়ে ৬৬ উইকেট নিয়েছেন ডেক্সটার। তার ক্যারিয়ার সেরা ইনিংস ফিগার ৪/১০।

নিজের ক্রিকেটীয় দক্ষতা ও নেতৃত্বগুণের জন্য পরিচিত ছিলেন ডেক্সটার। তার অধিনায়কত্বে ইংল্যান্ড ৩০ টেস্টে খেলেছে ইংল্যান্ড।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়