Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫২, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৫৩, ২৬ আগস্ট ২০২১

‘বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, বউ-বাচ্চারা তখন সামনে আসে না’

ফাইল ছবি

ফাইল ছবি

‘ক্রিকেট অনেক সময় নিয়ে নিচ্ছে। অনেক বেশিই সময় নিচ্ছে…। আমার একটা খারাপ ব্যাপার হচ্ছে, হারলে তা মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। বউ-বাচ্চারা কেউ তখন আমার সামনে আসে না। ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে, ক্রিকেট থেকে যত দ্রুত সম্ভব, দূরে সরে যেতে।’

বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন নির্বাচনে আবারো সভাপতি পদে নির্বাচন করবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

পাপন জানিয়েছেন, চিকিৎসকেরা তাকে যত দ্রুত সম্ভব ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

নাজমুল হাসান পাপন ২০১২ সালের অক্টোবরে সরকার মনোনয়নে বিসিবি সভাপতির দায়িত্ব নেন নাজমুল হাসান। পরের বছরের অক্টোবর নির্বাচনে জয়ী হন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দায়িত্ব পান তিনি। সেই মেয়াদ শেষ হচ্ছে এবার।

বিসিবির বার্ষিক সাধারণ সভা প্রতি বছর হওয়ার কথা থাকলেও এবার হলো চার বছর পর। নির্বাচনের তারিখ ঘোষণা প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা এজিএমে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ১ সেপ্টেম্বর বোর্ড সভাতে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করব।’

আইনিউজ/এসডি

করোনা টিকা নেওয়ার পরে ব্যথা-জ্বর হলে কী করবেন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়