স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২২:৩৭, ২৬ আগস্ট ২০২১
ম্যান সিটিতে রোনালদো, দুই বছরের জন্য চুক্তি
ফাইল ছবি
বিশ্বসেরা গোলমেশিন খ্যাত জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবার ম্যানচেস্টার সিটির দিকে অগ্রসর হয়েছেন। ইতোমধ্যেই ক্লাবটির সাথে দুই বছরের চুক্তিও করে নিয়েছেন পর্তুগীজ এই খেলোয়াড়। এর মধ্য দিয়ে রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার ব্যাপারতা নিশ্চিত হয়ে গেলো।
ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানি নিশ্চিত করেছেন, সিটির সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি হয়েছে। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ দৈনিক এএসকে উদ্ধৃত করে একই খবর দিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন।
তিনি জানিয়েছেন, রোনালদোর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে জুভেন্টাসের সঙ্গে ম্যান সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবলে নাম লেখাবেন রোনালদো। এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে ফুটবলবিশ্ব।

তিনি যে জুভেন্টাস ছেড়ে দিচ্ছেন তা নিশ্চিত ছিল অনেকদিন আগেই। তবে ইতালির এই ক্লাব ছেড়ে কোথায় থিতু হবেন তা নিয়েই ছিল যত আগ্রহ।
এদিকে মজার বিষয় হচ্ছে, রোনালদোর তুরিন ছাড়ার খবরে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়ে আসছিল ফরাসি বিত্তশালী ক্লাব পিএসজি। ক্লাবটি সম্প্রতি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে ফ্রেঞ্চ লিগে নতুন মাত্রা যোগ করেছে। এতে তাদের দলে এখন মেসিসহ সুয়ারেজ, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসদের বেশ আক্রমণাত্মক একটা স্কোয়াড তৈরি হয়েছে। তবে এতে রোনালদোর ছোঁয়া লাগলে এটি হয়ে যেতো বিশ্বের সেরা আক্রমণাত্মক দল। তবে রোনালদোর ম্যান সিটির সাথে চুক্তি পিএসজির এই পরিকল্পনায় যেন হতাশার জল ঢেলে দিয়েছে।
ক্লাবটির চেয়ারম্যান কাতারের ধনকুবের নাসের আল খোলাইফি বরবারই চাইছিলেন, নেইমার ও মেসির সঙ্গে রোনালদোকে যোগ করিয়ে সেরা আক্রমণভাগ তৈরি করবেন। তাছাড়া দলের তরুণ ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়নে রাজি না হওয়ায় রোনালদোর দিকে মননিবেশ করেছিল ক্লাব কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























