স্পোর্টস ডেস্ক
আপডেট: ১০:২২, ৩০ আগস্ট ২০২১
ক্যান্সারে ভুগছেন আম্পায়ার নাদির শাহ, হুইলচেয়ারে কাটে সময়
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারে ভুগছেন দেশের ক্রিকেটের সুপরিচিত মুখ আম্পায়ার নাদির শাহ। একই সাথে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা।
সম্প্রতি নাদির শাহর হুইল চেয়ারে বসা একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা ভিজিয়ে দিচ্ছে ক্রিকেটপ্রেমীদের চোখ। অনেকদিন ধরেই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত আইসিসির এই প্যানেল আম্পায়ার।
ছবিতে দেখা যাচ্ছে, শীর্ণ শরীর নিয়ে হুইল চেয়ারে বসে আছেন নাদির শাহ। বর্তমানে হাঁটা-চলায় অক্ষম তিনি। কিছুদিন আগেও তাকে ধানমন্ডির চার নম্বর মাঠে দেখা যেত। আগামী বিপিএলে আম্পয়ারিং করার ব্যাপারেও আশাবাদী ছিলেন। কিন্তু জটিল এই রোগ ধীরে ধীরে তাকে শেষ করে দিচ্ছে।
নাদির শাহের পরিচিত সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে তার অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। গত কয়েক মাসে তিনি তিনবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়ে রোগটাকে নিয়ন্ত্রণে এনেছিলেন তিনি। কিন্তু করোনার কারণে বাধ্য হয়ে তাকে দেশেই চিকিৎসা নিতে হচ্ছে।
নাদির শাহের বড় ভাই জাহাঙ্গীর শাহ বাদশাহ বলেন, ‘ডাক্তারের সঙ্গে কথা বলেছি। আসলে করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। এজন্য হাসপাতালে বেড পাওয়ার পর তাকে ভর্তি করা হবে।’
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ। সঙ্গে আছে ভিসা জটিলতা। বাধ্য হয়ে দেশেই চিকিৎসা নিতে হচ্ছে নাদির শাহকে। তবে জাহাঙ্গীর শাহ জানালেন, ক্যান্সারের জন্য খুব বেশি সমস্যা হচ্ছে না। এখন যে ডাক্তারদের পরামর্শে আছেন, তাদের পরামর্শ মেনে বেশ কয়েকমাস স্বাভাবিক ছিলেন নাদির শাহ। এমনকি ডাক্তাররা তাকে আম্পায়ারিংয়ে ফেরার জন্য বলেছিলেন।
তবে হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন নাদির শাহ। এতে শরীরে প্রোটিনের পরিমাণ কমে গেছে। সঙ্গে ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খাচ্ছেন ৫৭ বছর বয়সী নাদির শাহ। ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন চির হাস্যজ্জ্বল এই মানুষটি। বর্তমানে কারও সাহায্য ছাড়া চলাটাও কষ্ট হয়ে গেছে নাদির শাহর জন্য। সারাদিন বিছানায় শুয়ে আর হুইলচেয়ারে বসে কাটে তার সময়।
ডাক্তাররা অবশ্য পরামর্শ দিয়েছেন, করোনাভাইরাসের মধ্যে একবারে আইসিইউতে নেওয়ার মতো অবস্থা না হলে হাসপাতালে নিতে। জাহাঙ্গীর জানালেন, ‘ডাক্তারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তাদের পরামর্শ এ সময় হাসপাতালে বা বাইরে নিলে যদি করোনাভাইরাসে আক্রান্ত হয় নাদির শাহ, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। তবে সে তো কিছুই খাচ্ছে না। এজন্য শরীরে প্রোটিন বাড়াতে বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে। সে জন্যই হাসপাতালে ভর্তি করা।’
১৯৬৪ সালের ৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাদির শাহ। আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের একজন সদস্য হিসেবে ২০০৬ সালের মার্চে বগুড়ায় বাংলাদেশ বনাম কেনিয়ার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে তার অভিষেক ঘটে।
২০১৩ সালে নাদির শাহকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা বাতিল করা হলে তিনি ক্রিকেটে ফেরেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























