স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৫:৫০, ১ সেপ্টেম্বর ২০২১
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।
প্রথম ম্যাচে টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
সমীকরণের হিসাবে বাংলাদেশের চেয়ে টি-২০ ফরম্যাটে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে অতীতের ১০ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে কিউইরা।
তবে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দলকে আশা জাগাতেই পারে। চলতি মাসেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এছাড়া আইপিএলের কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটারও।
এসব বিবেচনায় সিরিজে নিঃসন্দেহে ফেভারিটের তকমা পাচ্ছে বাংলাদেশ। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি টাইগাররা। অজিদের বিপক্ষে টি-২০ সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও।
নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-লিটনের সংযুক্তিতে আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ অলরাউন্ডারও। বোলিংয়ে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। স্পিনে আছেন মাহেদী হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: হেনরি নিকোলস, টম লাথাম, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনচি, টম বান্ডেল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি, স্কট কুগলেজিন ও ডগ ব্রেসওয়েল।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























