Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৫, ১ সেপ্টেম্বর ২০২১

তামিমের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, যা বললেন পাপন

তামিম ইকবাল ও নাজমুল হাসান পাপন

তামিম ইকবাল ও নাজমুল হাসান পাপন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপনও জানিয়েছেন, বিশ্বকাপের জন্য যে দল নির্বাচকেরা তার কাছে জমা দিয়েছেন, সেখানেও তামিম ছিলেন।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। এ সময় তিনি বলেন, ‘সরাসরি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা, এটা খুব কঠিন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ও (তামিম) আমার সঙ্গে কথা বলেছে। যে সিদ্ধান্ত নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলব আজকে যে দলের (বিশ্বকাপ দল) তালিকাটা আমাকে দিয়েছে, সেখানেও তামিম ছিল। এখন অবশ্যই থাকছে না।’

পাপনের আশা, ‘কিন্তু বিশ্বকাপের পরে আমাদের আরো অনেক খেলা আছে। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা, তামিম আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে এবং সে (পরের) বিশ্বকাপে খেলবে।’

বুধবারই তামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। এ নিয়ে বিসিবি সভাপতি ও প্রধান নির্বাচকের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।

তামিম বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ প্রসঙ্গে বলেছেন, ‘দুই-তিনটি কারণ আছে। আমি বেশ কয়েক দিন ধরে খেলছি না। দ্বিতীয়টা হলো, ইনজুরি। ইনজুরি মনে হয় না, অতবড় সমস্যা। আমি আশা করি, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাব। তবে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, আমি গত ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি। আমার জায়গায় যারা খেলছে, আমার মনে হয় না তাদের প্রতি ব্যাপারটা ন্যায্য হবে, যদি আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা নিই।’ 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, ‘আমি সব সময় বলে আসছি যে আমার সময়কার বেষ্ট ওপেনার হলো তামিম ইকবাল। সে বেশ কয়েক দিন টি-টোয়েন্টি খেলেনি। এটা আমি খারাপ সেন্সে বলছি না। আপনারা আগেও দেখেছেন তামিম সবকিছুই সিরিয়াসলি নেয়। এটাও সে সিরিয়াসলি নিয়েছে।’

যোগ করেন, ‘সব মিলিয়ে ও যে কথাগুলো বলেছে- খুব ভালো কথা বলেছে। ও জানে যে ওকে রাখলে ও খেলবে। ও মনে করেছে এটা হলে অনেকের প্রতি অন্যায় হতে পারে।’

তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে। প্রথম ম্যাচটি খেললেও দ্বিতীয় ম্যাচে ছিলেন না তিনি। এরপর করোনা বিরতি কাটিয়ে বাংলাদেশ এ বছর মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তামিম সেই সফরে ওয়ানডেতে খেললেও টি-টোয়েন্টিতে খেলেননি।

এরপর জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ও টেস্ট খেলেননি তামিম। ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়