স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ১৮:৫৬, ২ সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনে রোনালদো
আবারও নিজেকে প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেলেন জোড়া গোলের দেখা। দুর্বার এ পারফরম্যান্সে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে গোল স্কোরিংয়ের বিশ্বরেকর্ড ভাঙলেন এ ফুটবল মহাতারকা।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে সবার দৃষ্টি ছিল রোনালদোর ওপর। অবশ্য এগিয়ে যাবার সুযোগ থাকলেও অবশেষে ত্রাতা হয়ে থাকা রোনালদোতেই জিতেছে পর্তুগিজরা। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাও বনেছেন এই পর্তুগিজ মহাতারকা।
রেকর্ডের হাতছানি দেওয়া ম্যাচে অবশ্য প্রথমে হতাশ করেছিল পর্তুগিজ সুপারস্টার। আলি দাইয়ের রেকর্ড ভেঙে একচ্ছত্রভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলস্কোরার হতে আরও বেশি সময় নিল। অবশ্য প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগে একপ্রকার রোনালদোর রেকর্ড গড়া হয়েই গেছিল। তবে বাদ সাধলো আইরিশ গোলরক্ষক বাজুনু।

রোনালদোকে ফিরিয়ে দেওয়া স্পট কিক নিয়েই অবশ্য বিতর্ক ছিল। পেনাল্টি সিদ্ধান্তে ভিএআর চেকের সময়ই রোনালদো পেনাল্টি স্পটে বল বসিয়ে মারার জন্য প্রস্তুতি নেন। তখনই ডারা ওশে সেই জায়গা থেকে বল সরিয়ে দেন। এরপরেই ক্ষুব্ধ রোনালদো তেড়েফুড়ে যান প্রতিপক্ষের ডিফেন্ডারের দিকে। অবশ্য বিষয়টি নিয়ে দৃষ্টিপাত করেননি রেফারি। তবে সুযোগটা শেষ পর্যন্ত হাতছাড়াই হয় সিআরসেভেনের।
প্রথমার্ধে পেনাল্টি ছাড়াও একাধিক সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। তবে দুর্দান্ত হেডে শেষ মুহুর্তে আইরিশদের এগিয়ে দেন জন ইগান। পিছিয়ে থেকে বিরতি যেতে হয় পর্তুগিজদের।

ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। এসময় দলকে দারুণ এক হেডে গোল করে সমতায় ফেরান রোনালদো। আর সেই সঙ্গে আলী দাইকে ছাড়িয়ে যান তিনি। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল রোনালদোর রেকর্ড ১১০তম গোল। অবশ্য যোগ করা সময়ে নিজের নামে গড়া রেকর্ডটার ব্যবধান আরো বাড়িয়ে নিলেন তিনি। অতিরিক্ত সময়ের ছয় মিনিটের মাথায় হেডে জালে বল জড়ান রোনালদো। তাতে ক্যারিয়ারের ১১১তম গোলটি হয়ে গেল রোনালদো। সিআরসেভেনের রেকর্ডের দিনে অবশ্য পর্তুগালকে ২-১ গোলের ব্যবধানের জয় পায়। দুটি গোলই রোনালদোর।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























