Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৭:৪০, ৩ সেপ্টেম্বর ২০২১

গিনেস বুকে রোনালদো

রোনালদো

রোনালদো

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের একক রেকর্ড গড়ে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন রোনালদো। অনন্য এই রেকর্ডের জন্য পর্তুগিজ উইঙ্গারকে স্বীকৃতি দিয়েছে গিনেস বিশ্ব রেকর্ড।

শুক্রবার গিনেসের দেওয়া সনদ হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি পোস্ট করেছেন রোনালদো। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে ৩৬ বছর বয়সী তারকা লেখেন, ‘ধন্যবাদ গিনেস বিশ্ব রেকর্ড। বিশ্ব রেকর্ড ব্রেকার (ভঙ্গকারী) হিসেবে স্বীকৃতি পাওয়া সব সময় আনন্দের। সেই সংখ্যাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করা যাক এবার!’

সদ্য আলি দায়ীর রেকর্ড ভেঙে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। গত বৃহস্পতিবার ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ মুহূর্তে হেডে জোড়া গোল করেন জুভেন্টাস ছেড়ে সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা তারকা।

১৯৯৩ থেকে ২০০৬ সালের ১০৯ গোল করে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ইরানের সাবেক তারকা আলি দায়ী। আইরিশদের বিপক্ষে নিজের প্রথম গোলটি করে সেই রেকর্ড ভাঙেন রোনালদো। পরে দলের জয়সূচক গোলটি হয়ে দাঁড়ায় তার ১৮০ আন্তর্জাতিক ম্যাচে ১১১তম গোল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়