Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৪৫, ৩ সেপ্টেম্বর ২০২১

অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি র‍্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে নাকানি চুবানি খাওয়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। ফলে আইসিসি র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে সেরা ছয়ে উঠে এসেছে মাহমুদউল্লাহরা। 

যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের হালনাগাদ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের দশ নম্বরে ছিল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়ে র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে যায় রিয়াদের দল। সামনে ছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর সেই অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে দিয়েছে টাইগাররা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা ছয় নম্বরে, সাতে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং)।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে আছে বর্তমানে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ২৭৮। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৭৩। বাংলাদেশের সামনে থাকা বাকি দেশগুলো হলো যথাক্রমে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

আইনিউজ/এসডিপি 

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়