স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৭:৩৭, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম বাংলাদেশি হিসেবে মাহমুদউল্লাহর অনন্য রেকর্ড
মাহমুদউল্লাহ রিয়াদ
প্রথম বাংলাদেশি এবং বিশ্বের অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টি-২০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০তে টস করার মধ্য দিয়ে অনন্য এই রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ। ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ৮৬টি ম্যাচ খেলে আছেন তৃতীয় অবস্থানে।
প্রায় ১৪ বছর আগে এই সেপ্টেম্বরেই (১ সেপ্টেম্বর ২০০৭) কেনিয়ার রাজধানী নাইরোবিতে টি-টোয়েন্টি অভিষেক রিয়াদের। প্রথম ২০ ম্যাচে অর্ধশতকের দেখা পাননি। প্রায় ৫ বছর পর ২০১২ সালের ১০ ডিসেম্বর ঢাকার শেরে বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম হাফসেঞ্চুরিতে করেন ৪৮ বলে ৬৪ রান।
তারপর থেকে ধীরে ধীরে রান খরা কেটে যায়। এখন সবমিলিয়ে ৯৯ টি-টোয়েন্টিতে ৯১ বার ব্যাটিংয়ে নেমে করেছেন ১৭০২ রান, সর্বোচ্চ ৬৪, গড় ২৩.৯৭ ও স্ট্রাইকরেট ১২০.১৯, ফিফটি ৫টি। বোলিংটাও মন্দ না। উইকেট ৩২টি, সেরা বোলিং ৩/১৮, ওভার পিছু রান ৭.২৫।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৪০ এর ঘরে পৌঁছে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান এবং এই ইনিংসটি তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ ১১৬টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের শোয়েব মালিক। ১১৩ ম্যাচ খেলে পরের স্থানটি একই দলের মোহাম্মদ হাফিজের। হিটম্যান হিসেবে পরিচিত ভারতের রোহিত শর্মা খেলেছেন ১১১ ম্যাচ।
শতাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের মাঝে ইংল্যান্ডের ইয়ন মরগ্যান ১০৭টি, আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন ১০৪টি এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও রস টেইলর উভয়েই ১০২টি করে ম্যাচ খেলেছেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























