Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ৫ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৩৫, ৫ সেপ্টেম্বর ২০২১

টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

মুশফিকুর রহিম 

মুশফিকুর রহিম 

মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে কিপিং ছেড়েছেন আগেই। রঙিন পোশাকের দুই ফরম্যাটে দেখা যেতো তাকে। তবে নুরুল হাসান সোহান দলে ফেরায় চলমান নিউজিল্যান্ড বিপক্ষে টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক নিয়ে সমস্যা তৈরি হয় বাংলাদেশ দলে। কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ পরে জানা গেল, টি-টোয়েন্টিতে আর উইকেট কিপিং করবেন না মুশফিক।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘মুশফিকের সঙ্গে আলোচনার পর পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা। সে আমাকে বলেছে, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের তাই এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।’

সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘আমার মনে হয় না মুশফিকের আর এই ফরম্যাটে কিপিং করার তেমন ইচ্ছা আছে। আমরা তাই সোহানের দিকে মনোযোগ রাখছি, এবং তাকেই কিপিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছি।’

দীর্ঘদিন ধরে উইকেটে পেছনে দায়িত্ব পালন করে আসছেন মুশফিক। তবে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা কম নয়। বাংলাদেশ দলের হয়ে এই দায়িত্বে সংখ্যার হিসাবে বাকিদের থেকে সফলতায় অনেক এগিয়ে মুশফিক। অর্জন খাতা ভারি করেছেন তিনি। তবে তার উইকেটরক্ষকের কৌশল অনেকবার প্রশ্নবিদ্ধ হয়েছে।

সোহান জাতীয় দলে ফেরায় অনেকেই দাবি করেছেন মুশফিকের থেকে গ্লাভস নিয়ে সোহানকে স্থায়ীভাবে দিতে। কিছুদিন আগে খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তার দেখা দেশের সেরা উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে ৩২টি ক্যাচ ও ২৯টি স্ট্যাম্পিং করেছেন মুশফিক। এছাড়া ফিল্ডার হিসেবে ধরেছেন আরও ৫টি ক্যাচ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়