Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১০, ৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৬:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২১

করোনায় আক্রান্ত রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট চলাকালে ভারতীয় শিবিরে বড় দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। রোববার সকালে তার করোনা পজিটিভ হওয়ার খবর আসে।

টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগেই এই খবর পাওয়া যায়।  কোচের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা।

চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে এ কথা জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাথোর। 

তিনি বলেন, সকালে আমরা সবাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। মনোসংযোগ নষ্ট হয়ে গিয়েছিল। সেটা হয়তো ওই পরিস্থিতিতে স্বাভাবিক। তারপর আমরা নিজেদের মধ্যে কথা বলি। সবাই বলি, আমাদের হাতে যেটুকু আছে, সেদিকে মন দেব আমরা।

রাথোর আরো বলেন, সঠিক সময়টা বলতে পারব না। যতদূর জানি, শনিবার রাত ৮টার দিকে রবি অসুস্থ বোধ করে। আমাদের ডাক্তাররা ঠিক করেন, ল্যাটারাল প্রো টেস্ট হবে। তার ফল পজিটিভ আসে। তারপর ওকে এবং ওর সংস্পর্শে যারা এসেছিল, তাদের আলাদা করে রাখা হয়।

ভারতীয় দল এখন চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছে। শাস্ত্রী ছাড়াও বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিও নিতিন প্যাটেলকেও আইসোলেশনে রাখা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়