Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

কিছুদিন আগেই অস্ট্রেলিয়াকে লজ্জাজনকভাবে সিরিজ হারিয়ে বিদায় পাঠায় টাইগাররা। এবার টি-টোয়েন্টিতে আবারও চমক! সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ। এই জয়ের ‍সুবাদে এক ম্যাচে হাতে থাকতেই ৩-১ এ সিরিজ নিশ্চিত হলো টাইগারদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ ইতিহাস রচিত হলো।

টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা নড়বড়ে ছিল বেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবনা বাড়ছিল টাইগারদের। তবে সম্প্রতি এই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের খেলা সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতেছে টাইগাররা।

কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আসলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ফিরেই ইতিহাস রচনা করে টাইগাররা। প্রথমাবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় অজিদের। আরও একটি ইতিহাস রচনা হলো আজ। নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো কুড়ি ওভারের সিরিজ জিতল বাংলাদেশ দল।

প্রথম দুই ম্যাচ জিতে টাইগাররা সিরিজ জয়ের সুযোগ পেয়েছিল তৃতীয় ম্যাচেই। যদিও এই ম্যাচে ৫২ রানের বড় পরাজয় জুটে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ড অবশ্য চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে। আর বাংলাদেশ জিতলে এটাই হবে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড।

ম্যাচের ওপেনিংয়ে আসেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। তবে তাদের জুটিকে এক ওভার ও পিচে দাঁড়াতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ। 

প্রথম ওভারে ৫ম বলে উড়িয়ে মারেন রাচিন রবীন্দ্র। ছুটে গিয়ে বলটি লুফে নেন অলরাউন্ডার সাইফউদ্দিন।  এতেই দলীয় ও ব্যক্তিগত শূন্য রানেই ভাঙে কিউইদের ওপেনিং জুটি।

দ্বিতীয় ওভারে বলে আসে সাকিব দেন ১০ রান। ফের বলে এসে সেই সাইফউদ্দিনের কাছে ফিন অ্যালেনকে ক্যাঁচ বানিয়ে ফেরান নাসুম। ফেরা আগে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন এ কিউই ব্যাটসম্যান।

এরপর কিউই অধিনায়ক টম লাথামকে ২১ রানে স্ট্যাম্পিং করে ফেরান স্পিনার মাহাদী হাসান।

ফের কিউইদের চেপে ধরলেন নাসুম আহমেদ। একই ওভারে পরপর হেনরি নিকোলসকে(১) বোল্ড ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (০) ক্যাঁচ বানিয়ে ফেরান এ স্পিনার।

এরপর জ্বলে ওঠে কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। ১৬ তম ওভারের ফিজের দ্বিতীয় বলে উড়িয়ে মারেন টম ব্লান্ডেল। কিন্তু বিধি বাম। বাজ পাখির মত উড়ে গিয়ে বলটি লুফে নে মোহাম্মদ নাঈম।  ৪ না এ ঘরে ফেরেন এ ব্যাটসম্যান। একই ওভারের পঞ্চম বলে ডিফেন্স করেন কোল ম্যাকনকি। তবে বলটি উঠে যায়। যা লাফ দিয়ে নিজেই লুফে নেন ফিজ। ০ রানে ফেরেন ম্যাকনকি।

শেষের দিকে উইকেটের দেখা পেলেন সাইফউদ্দিনও।  এজাজ প্যাটেলকে ৪ রানে বোল্ড করেন এ পেসার।

এদিকে টি-২০তে সর্বোচ্চ উইকেটেরে রেকর্ডে লাসিথ মালিঙ্গাকে ছুঁতে এ ম্যাচে সাকিবের প্রয়োজন ছিল একটি উইকেট। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নিয়ে মালিঙ্গার সঙ্গে ব্যবধান এক-এ নামিয়ে এনেছিলেন সাকিব। তবে তৃতীয় ম্যাচে উইকেট পাননি কোনো, ফলে থেমেছিলেন ১০৬ উইকেট নিয়েই।

আইনিউজ/এসডি

 

তামিমকে টপকে দুইয়ে সাকিব

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?

লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়