স্পোর্টস প্রতিবেদক
আপডেট: ২০:১৯, ৮ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ
সব ভালো তার, শেষ ভালো যার

পাঁচ ম্যাচের সিরিজ, কিন্তু ৩-১ ব্যবধানেই জয় নিশ্চিত করেছে টাইগাররা। ইতিহাস গড়ে এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
তবে সিরিজটির এই ম্যাচে জয় সহজ থাকলেও শুরুটা ভালো করেনি বাংলাদেশ। লিটন আউট হন মাত্র ৬ রানে। দলীয় মাত্র ৮ রানে ওপেনার লিটন দাস বিদায় নিলে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। তবে অপর প্রান্তে ব্যাট হাতে লড়তে থাকেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ। তবে প্রবাদ আছে- সব ভালো তার, শেষ ভালো যার। জয় হয়েছে বাংলাদেশের।
ওয়ানডাউনে নেমে সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেন। জুটি গড়েন নাঈমের সঙ্গে। তবে ক্রিজে খুব বেশিক্ষণ টিকতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি ফেরেন মাত্র ৮ রান নিয়ে। দলীয় স্কোর তখন ৩২। পরে ভক্তদের হতাশ করেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কোনো রান যোগ না করেই শূন্য রানে সাজঘরের পথ ধরেন এ উইকেটরক্ষক।
বাংলাদেশ শিবিরে তখন অজানা এক আশঙ্কা। ভক্ত-সমর্থকরা আগের ম্যাচের চিত্রনাট্যই যেন মনে করছিল বারবার। কিন্তু ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে নেমে দলের বিপদ কাটিয়ে তোলেন। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৩৪ রানের পার্টনারশিপ। তাতেই গড়ে উঠে দলের জয়ের ভিত। ওপেনার নাঈম ২৯ রানে ফিরলেও ব্যাট হাতে লড়াইটা চালিয়ে যান রিয়াদ।
বুধবার (৭ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড।
ম্যাচের ওপেনিংয়ে আসেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। তবে তাদের জুটিকে এক ওভার ও পিচে দাঁড়াতে দেননি টাইগার স্পিনার নাসুম আহমেদ।
প্রথম ওভারে ৫ম বলে উড়িয়ে মারেন রাচিন রবীন্দ্র। ছুটে গিয়ে বলটি লুফে নেন অলরাউন্ডার সাইফউদ্দিন। এতেই দলীয় ও ব্যক্তিগত শূন্য রানেই ভাঙে কিউইদের ওপেনিং জুটি।
দ্বিতীয় ওভারে বলে আসে সাকিব দেন ১০ রান। ফের বলে এসে সেই সাইফউদ্দিনের কাছে ফিন অ্যালেনকে ক্যাঁচ বানিয়ে ফেরান নাসুম। ফেরা আগে ৮ বলে ১২ রানের ইনিংস খেলেন এ কিউই ব্যাটসম্যান।
এরপর কিউই অধিনায়ক টম লাথামকে ২১ রানে স্ট্যাম্পিং করে ফেরান স্পিনার মাহাদী হাসান।
ফের কিউইদের চেপে ধরলেন নাসুম আহমেদ। একই ওভারে পরপর হেনরি নিকোলসকে(১) বোল্ড ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (০) ক্যাঁচ বানিয়ে ফেরান এ স্পিনার।
এরপর জ্বলে ওঠে কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান। ১৬ তম ওভারের ফিজের দ্বিতীয় বলে উড়িয়ে মারেন টম ব্লান্ডেল। কিন্তু বিধি বাম। বাজ পাখির মত উড়ে গিয়ে বলটি লুফে নে মোহাম্মদ নাঈম। ৪ না এ ঘরে ফেরেন এ ব্যাটসম্যান। একই ওভারের পঞ্চম বলে ডিফেন্স করেন কোল ম্যাকনকি। তবে বলটি উঠে যায়। যা লাফ দিয়ে নিজেই লুফে নেন ফিজ। ০ রানে ফেরেন ম্যাকনকি।
শেষের দিকে উইকেটের দেখা পেলেন সাইফউদ্দিনও। এজাজ প্যাটেলকে ৪ রানে বোল্ড করেন এ পেসার।
এদিকে টি-২০তে সর্বোচ্চ উইকেটেরে রেকর্ডে লাসিথ মালিঙ্গাকে ছুঁতে এ ম্যাচে সাকিবের প্রয়োজন ছিল একটি উইকেট। প্রথম দুই ম্যাচে দুটি করে উইকেট নিয়ে মালিঙ্গার সঙ্গে ব্যবধান এক-এ নামিয়ে এনেছিলেন সাকিব। তবে তৃতীয় ম্যাচে উইকেট পাননি কোনো, ফলে থেমেছিলেন ১০৬ উইকেট নিয়েই।
আইনিউজ/এসডি
তামিমকে টপকে দুইয়ে সাকিব
বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?
লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা