Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:২৫, ৮ সেপ্টেম্বর ২০২১

সিরিজ জেতায় টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধান নিশ্চিত হওয়ায় খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে বল হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দেন টাইগাররা। পরে ব্যাট হাতে দাপট দেখান লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে বাংলার দামাল ছেলেরা সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি জিতে নেয় ৬ উইকেটে। দুর্বার এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল টাইগাররা। ইতিহাস গড়ে এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল সাকিব-মুশফিকরা।

পাঁচ ম্যাচের সিরিজ, কিন্তু ৩-১ ব্যবধানেই জয় নিশ্চিত করেছে টাইগাররা। ইতিহাস গড়ে এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এ ইতিহাস রচিত হলো।

টি-টোয়েন্টিতে নিজেদের জায়গা নড়বড়ে ছিল বেশ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভাবনা বাড়ছিল টাইগারদের। তবে সম্প্রতি এই ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের খেলা সবশেষ তিন টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতেছে টাইগাররা।

কিছুদিন আগে জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে আসলো বাংলাদেশ দল। ঘরের মাঠে ফিরেই ইতিহাস রচনা করে টাইগাররা। প্রথমাবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় অজিদের। আরও একটি ইতিহাস রচনা হলো আজ। নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো কুড়ি ওভারের সিরিজ জিতল বাংলাদেশ দল।

আইনিউজ/এসডি

তামিমকে টপকে দুইয়ে সাকিব

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?

লা লিগায় মৌলভীবাজারের ছেলে জিদান

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়