Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৪ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:২৪, ১০ সেপ্টেম্বর ২০২১

পেলের রেকর্ড ভেঙে আবেগে মেসির চোখে জল

বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৭৯ তে নিয়ে গেলেন মেসি। এর মাধ্যমে ব্রাজিল কিংবদন্তী পেলের ৭৭ গোলের রেকর্ড পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন তিনি। লাতিন আমেরিকায় এখন মেসিই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। রেকর্ড গড়ার পর আবেগে কেঁদে ফেলেন বিশ্ব ফুটবলের এই জনপ্রিয় তারকা।

গত কোপা আমেরিকার সময়েই এই লক্ষ্যভেদ করার সুযোগ ছিল মেসির। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে কোপার কোয়ার্টার ফাইনালের পর আর গোল না পাওয়ায় তখন সেটি সম্ভব হয়নি। শুক্রবার ভোরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দারুন হ্যাটট্রিকে সেই আক্ষেপ ঘুচিয়েছেন তিনি।

এখন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের মালিক মেসি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

বুয়েনস এইরিসের এল মনুমেন্তালে ১৪ মিনিটে প্রথমবার জাল খুঁজে পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। ৬৪ মিনিটে দ্বিতীয় গোল, ওই গোলেই পেলেকে পেছনে ফেলেছেন তিনি।

৮৮ মিনিটে নিজের ও দলের তৃতীয় গোলটি করেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। ২৫ গজ দূর থেকে হোয়াকিন কোরেয়ার বুলেট গতির শট বলিভিয়া গোলকিপার প্রতিহত করলেও ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বলে শট করে জাল খুঁজে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন মেসি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়