স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৫:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২১
নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে ইতিহাস লেখা হয়ে গেছে টাইগারদের। পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ট্রফির মালিকানা নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই নির্ভার টাইগারদের পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি নিয়মরক্ষার।
শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। শুক্রবার সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শেষ ম্যাচে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সাইড বেঞ্চকেই পরীক্ষা-নিরীক্ষা করতে চায় টাইগারটিম ম্যানেজমেন্ট।
এদিকে নিয়মরক্ষার হলেও পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। এতে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার রাস্তা প্রশস্ত হবে।
দলের নিয়মিতদের বিশ্রাম দিতে এবং বিশ্বকাপ দলের গভীরতা মাপতে এ ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসানের পরিবর্তে দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।
নিউজিল্যান্ড একাদশে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। সফরটি জয় দিয়ে শেষ করতে আগের ম্যাচের একাদশ নিয়ে ব্ল্যাকক্যাপসরা মাঠে নামতে পারে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ ও আমিনুল ইসলাম বিপ্লব।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়ং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লানডেল, কোল ম্যাককঞ্চি, হাশিম ব্যানেট, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























