Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২১

আম্পায়ার নাদির শাহর প্রতি শ্রদ্ধা জানাল ক্রিকেটাররা

দুরারোগ্য ফুসফুস ক্যান্সারের সাথে লড়াইয়ে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আইসিসির প্যানেলের আম্পায়ার নাদির শাহ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। 

শুক্রবার বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগে নাদির শাহর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। একই সঙ্গে কালো ব্যাজ পরে খেলতে নেমেছে বাংলাদেশ দল। 

এ সময় দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য, আম্পায়ার, ম্যাচ অফিশিয়ালসহ মাঠে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীরাও নাদিরের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন।

মিরপুরের এই মাঠেই অসংখ্য ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন নাদির শাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যাচ শুরুর আগে এক বার্তায় জানায়, নাদির শাহ এদেশের ক্রিকেটের স্মৃতিতে থাকবেন চিরকাল।

২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এরপর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। চলছিল চিকিৎসা। মাঝে সুস্থ হওয়ার বার্তা দিয়ে জানিয়েছিলেন, আবার আম্পারিংয়ে ফিরতে চান। তবে ক্যান্সারের সঙ্গে আর পেরে উঠলেন না তিনি।

বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের পথচলা শুরু হয় নাদির শাহের। ৬ বছরে ৩টি টোয়েন্টির পাশাপাশি ৪০টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বড় ভাই জাহাঙ্গীরের  মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে না পারলেও আশির দশকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নাদির শাহ। একাধারে খেলেছেন ভিক্টোরিয়া, বিমান, আবাহনী, মোহামেডানের মতো ক্লাবের হয়ে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়