Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ০০:০০, ১১ সেপ্টেম্বর ২০২১

বিশ্বকাপে ভালো সুযোগ রয়েছে, পাপনকে বলেছেন সাকিব

সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

সাকিব আল হাসান ও নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায়, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয় বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচটিতে দলের সঙ্গে ড্রেসিংরুমেও ছিলেন না সাকিব।

নিজ দলের পরাজয়টি তিনি দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে, প্রেসিডেন্ট বক্সে বসে। স্বাভাবিকভাবেই সেখানে পাপনের সঙ্গে কথোপকথন হয়েছে সাকিবের।

ঠিক কী কথা হয়েছিল সাকিব-পাপনের? ম্যাচ শেষে বিসিবি প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সাকিব তাকে বলেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। তাই এ বিষয়ে আশাবাদী পাপন।

সিরিজের শেষ ম্যাচটি হারের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে পাপন বলেছেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের উপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’

তবে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের সব পরিকল্পনা ঠিকঠাক সাজানো যায়নি বলেও আলোচনা হয়েছে সাকিব-পাপনের। এক্ষেত্রে গতবছর করোনাভাইরাস একটি বাধা হয়ে দাঁড়ালেও, শেষ পর্যন্ত ঘরের মাঠে দুইটি সিরিজ আয়োজন করতে পারার তৃপ্তি পাপনের কণ্ঠে।

তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল, সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল।’

পাপন আরও যোগ করেন, ‘প্রথম এক বছর তো গেছে আতঙ্কে (করোনার), খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলবো না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি, আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়