Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:৩১, ১১ সেপ্টেম্বর ২০২১

ওমরাহ করতে সৌদি যাচ্ছেন সাত টাইগার

গত কয়েক মাস ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেটের টাইগাররা। এবার বিশ্বকাপের আগে মিলেছে কিছুটা বিশ্রামের সময়। আর এই ছুটিকেই কাজে লাগিয়ে একসাথে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন সাত টাইগার। আগামী ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়বেন তারা।

তবে সাতজনের সবারই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। ওমরাহ করতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন মোট পাঁচজন। তারা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিন। আর বাকি দুজন হলেন- তাইজুল ইসলাম ও জাকির হোসেন। এই সাতজন ক্রিকেটারের সফর সঙ্গী হিসেবে থাকছেন টাইগার পেসার তাসকিন আহমেদের বাবাও।

ওমানে বিশ্বকাপের প্রথমপর্বের খেলা শুরু হবে আগামী ১৭ অক্টোবর। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ওমানে গিয়ে অক্টোবরের ৪ তারিখ থেকে অনুশীলন শুরু করে দেবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। ফলে চলতি মাসে ওমরাহ শেষ করে ভালোভাবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাসকিন-সোহানরা।

এদিকে নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরাও। তারাও নাড়ির টানে ছুটি গেছেন নিজ নিজ দেশে। মাহমুদউল্লাহদের সঙ্গে সরাসরি ওমানে গিয়ে যোগ দেবেন তারা। পরিকল্পনা অনুযায়ী সেখানে প্র্যাকটিসপর্ব শেষ করার পর বিশ্বকাপের প্রথমপর্বে অংশ নেবে বাংলাদেশ দল।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়