Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২১

একযুগ পর ম্যানইউতে ফিরেই রোনালদোর জোড়া গোল

দীর্ঘ একযুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেই জোড়া গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতেই ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে রেড ডেভিলরা। দলের হয়ে অন্য দুটি গোল করেন ব্রুনো ফার্নান্দেস এবং জেসি লিনগার্দ। অন্যদিকে নিউক্যাসলের হয়ে একমাত্র গোলটি করেন জাভি মানকুয়েলো।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিউক্যাসলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ম্যানইউর হবে রোনালদোর অভিষেক হবে- সেটা জানা কথা। কিন্তু শুরুর একাদশে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে দেখা যাবে কিনা সেটা নিয়ে ছিল সংশয়। তবে রোনালদোর সাবেক সতীর্থ বর্তমানে ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার শুরুতেই নামার সিআর সেভেনকে।

রোনালদোর অভিষেকের ম্যাচে শুরু থেকেই বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু একের পর এক আক্রমণেও গোলের দেখা পাচ্ছিল না ম্যান ইউ। এক সময় মনে হচ্ছিল গোলশূন্যতেই শেষ হচ্ছে প্রথমার্ধ।

কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত মিনিটের খেলায় গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এ সময় ডানপ্রান্ত থেকে গ্রিনউডের নেওয়া শট নিউক্যাসলের গোলকিপার ঠেকিয়ে দিলে বল পেয়ে যান রোনালদো। আলতো করে ঠেলে দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধে নেমে গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফরকারীরা। আর ৫৬ মিনিটেই জাভি মানকুয়েলোর গোলে সমতায় ফেরে নিউক্যাসল। তবে সাবেক জুভেন্টাস তারকার কল্যাণে বেশিক্ষণ সমতায় ছিল না ম্যাচটি। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন ২-১ ব্যবধানে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়